নাগপুর, ৯ মার্চ– আসন্ন লোকসভা ভোটপ্রচারে বিজেপির তরফে উপহার দেওয়ার অনুষ্ঠানে এমন গণ্ডগোল বাঁধল যে পদপিষ্ট হয়ে মৃতু্য হল এক মহিলার৷ গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন৷ শনিবার সকালের ওই অনুষ্ঠানে নির্মাণকর্মীদের জন্য ‘উপহার’-এর নানা জিনিস বিলি হচ্ছিল৷ ওই সামগ্রী পেতে ভিড় বাড়তে থাকে৷ একটা সময় সভাস্থলে হুড়োহুডি় শুরু হয়৷ তখনই পদপিষ্ট হয়ে মৃতু্য হয়েছে এক মহিলার৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগপুরের রেশিমবাগ এলাকায় ছিল বিজেপির সভা এবং সামগ্রী বিলি অনুষ্ঠান৷ নির্মাণকর্মীদের নানা জিনিস বিলি করা হচ্ছিল৷ এই খবর ছডি়য়ে পড়তেই ভিড় বাড়ছিল হুড়মুড় করে৷ একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি৷ হুড়োহুডি়র মধ্যে পদপিষ্ট হন বেশ কয়েক জন৷ তাতেই বছর ৫০-এর এক প্রৌঢ়ার মৃতু্য হয়েছে বলে জানা গিয়েছে৷ আরও চার জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এর বাইরেও ধাক্কাধাক্কিতে অল্পস্বপ্ল চোট-আঘাত পেয়েছেন অনেকে৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ৷
তবে এই প্রথম নয় যখন রাজনৈতিক দলের তরফে উপহার বিলির অনুষ্ঠানে প্রাণ গেল নিরিহ মানুষের৷ ২০০৪ সালে লখনউয়ে বিজেপি নেতা লালজি ট্যান্ডনের জন্মদিন উপলক্ষে শাডি় বিলির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃতু্য হয়েছিল ২১ জনের৷ ২০২২ সালের ১৪ ডিসেম্বর আসানসোলে বিজেপির কম্বলদান অনুষ্ঠানে পদপিষ্ট মৃতু্য হয়েছিল তিনজনের৷ ঘটনার জেরে ওই অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেপ্তার হন৷