লখনউ, ৬ মার্চ – ঘরে মজুত করা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হল। নিহতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে। গুরুতরভাবে দগ্ধ হয়েছে ৪ জন। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে কাকোরিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিটের কারণে ঘরে রাখা সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দমকলের তিনটি ইঞ্জিন বহুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে জীবন্ত পুড়ে মৃত্যু হল ৫ জনের। রাতে আচমকাই পর পর বিকট শব্দে বাড়ি কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই চারিদিক দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই ঘটনায় এসিপি কাকোরি শাকিল আহমেদ জানান, জারদৌসি শাড়ি তৈরির কারিগর মুশির ওরফে পুট্টু তার পরিবারকে নিয়ে কাকোরি শহরের হাত হজরত সাহেব ওয়ার্ডে থাকতেন। তাঁর পরিবারে ছিলেন তাঁর স্ত্রী বছর ৪৫-এর হুসন বানো, মুশিরের শ্যালকের দুই মেয়ে উমা (৪) ও হিনা (২), বছর সাতেকের ভাইঝি রাইয়া ছাড়াও আরও অনেকে। প্রাথমিকভাবে প্রতিবেশীরাই আগুন নেভানোর কাজ করেন।পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।অগ্নিদগ্ধ পরিবারের ৯ সদস্যকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পাঁচজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও চার জন।
মুশিরের বিবাহবার্ষিকী উপলক্ষে সবাই জড়ো হয়েছিলেন। রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির দোতলায় শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায় ঘরে রাখা গ্যাস সিলিণ্ডারেও আগুন লেগে বিস্ফোরণ হয়। এর জেরে বাড়ির ছাদও ধসে পড়ে। গোটা বাড়িতে আগুন জ্বলতে থাকে। সেই সময় বাড়িতে ছিলেন পরিবারের ৯ সদস্য। প্রত্যেকেই কমবেশি আহত হন।
ঘটনায় গুরুতর দগ্ধ মুশিরের মেয়ে ১৭ বছরের ঈশা , মুশিরের ভাই বাবলুর মেয়ে ১৮ বছরের আনাম, এবং লাকাব ও আজমাদ নাম আরও দুই আত্মীয়। খবর পেয়ে পৌঁছয় দমকল, ছুটে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।