• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আজ বিকেলে শহরে মোদী, যান চলাচলে নিয়ন্ত্রণ

কলকাতা, ৫ মার্চ: আজ, মঙ্গলবার কলকাতায় দ্বিতীয় দফার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে ওড়িশাতে ১৯ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর আজ বিকেল পাঁচটা ৫৫ মিনিটে ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন। প্রায় ৫৫ মিনিটের যাত্রা শেষে সন্ধ্যে ৬টা ৫০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে। তাঁর আগমনে

New Delhi, Dec 27 (ANI): Prime Minister Narendra Modi virtually interacts with the beneficiaries of the Viksit Bharat Sankalp Yatra, in New Delhi on Wednesday. (ANI Photo)

কলকাতা, ৫ মার্চ: আজ, মঙ্গলবার কলকাতায় দ্বিতীয় দফার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে ওড়িশাতে ১৯ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর আজ বিকেল পাঁচটা ৫৫ মিনিটে ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন।

প্রায় ৫৫ মিনিটের যাত্রা শেষে সন্ধ্যে ৬টা ৫০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে। তাঁর আগমনে শহরে যানজট বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সেজন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। যাত্রীবাহী বাসের গতিবিধি ও যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে। নিষিদ্ধ করা হবে সব ধরণের মালবাহী গাড়ি চলাচল।