• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভোটের আগে ১০ দিনের জন্য ১২ রাজ্যে মোদি

দিল্লি, ৪ মার্চ– সোমবার থেকেই দেশের ১২ রাজ্যে সফরে বের হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের আগে আগামী ১০ দিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২৯টি কর্মসূচি রয়েছে তাঁর৷ লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে একাধিক রাজ্যগুলিতে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রের শাসকদলের৷ সেই সূত্রেই এই সফরসূচি৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে,

দিল্লি, ৪ মার্চ– সোমবার থেকেই দেশের ১২ রাজ্যে সফরে বের হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের আগে আগামী ১০ দিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২৯টি কর্মসূচি রয়েছে তাঁর৷ লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে একাধিক রাজ্যগুলিতে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রের শাসকদলের৷ সেই সূত্রেই এই সফরসূচি৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সোমবার থেকে প্রধানমন্ত্রীর রাজ্য সফর শুরু৷ যে সফরে তিনি যাবেন তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওডি়শা, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু ও কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাত, রাজস্থান এবং দিল্লিতে৷

সোমবার তেলেঙ্গানায় থেকেই শুরু হবে প্রধানমন্ত্রীর সফর৷ আদিলাবাদে জনসভা রয়েছে তাঁর৷ তার আগে সেখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি৷ তেলঙ্গানায় সভা শেষ করে এদিনই তাঁর দ্বিতীয় গন্তব্য তামিলনাড়ু৷ কলপক্কমে ভারতীয় নাভিকীয় বিদু্যৎ নিগম লিমিটেডের (ভাবিনি) দফতরে যাবেন তিনি৷ তার পর চেন্নাইতে জনসভা করবেন৷ আবার সোমবারই চেন্নাই থেকে রওনা দেবেন হায়দরাবাদের উদ্দেশে৷

এরপর মঙ্গলবারও তেলঙ্গানায় একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর৷ সঙ্গারেড্ডীতে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি৷ তার পর সেখানে জনসভায় ভাষণ দেবেন৷ মঙ্গলবারই পাডি় দেবেন ওডি়শার উদ্দেশে৷ ওডি়শার চণ্ডীখোলে একাধিক সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি৷ একই ভাবে সেখানেও রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভা৷ মঙ্গলবারই আবার আসবেন পশ্চিমবঙ্গে৷ বুধবার অর্থাৎ ৬ মার্চ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী৷ ১৫,৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর৷ প্রধানমন্ত্রীর হাতেই ওই দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে চলা মেট্রোর উদ্বোধন হবে৷ তার পর বারাসতে জনসভা করবেন মোদি৷ ৬ তারিখেই পৌঁছে যাবেন বিহারে৷ সেখানে ১২,৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন৷ চতুর্থ দিনে মোদি যাবেন জম্মু ও কাশ্মীরে৷ শ্রীনগরের বক্সী স্টেডিয়ামে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর৷ ২০১৯ সালের অগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এই প্রথম কাশ্মীর উপত্যকায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী৷

৮ মার্চ তার যাওয়ার কথা দিল্লিতে৷ প্রথম ন্যাশানল ক্রিয়েটরস্ অ্যাওয়ার্ডে অংশ নেবেন প্রধানমন্ত্রী৷ সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিজেই সে কথা জানিয়েছিলেন৷ শুক্রবার দিল্লি থেকে তিনি চলে যাবেন অসমে৷ সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন৷ শনিবার অরুণাচল প্রদেশে যাবেন মোদি৷ পশ্চিম কামেঙে তিনি সেলা টানেল উদ্বোধন করবেন৷ তার পর রাজধানী ইটানগরে গিয়ে সরকারি কিছু প্রকল্পের উদ্বোধন করবেন৷ আবার সেখান থেকে যাবেন অসমে৷ জোরহাটে লাচিত বোড়ফুকনের মূর্তি উন্মোচন করবেন মোদি৷ ফিরে আসবেন পশ্চিমবঙ্গে৷ ওই দিনই শিলিগুডি়তে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ রবিবার ১০ মার্চ বাংলা থেকে উত্তরপ্রদেশে যাবেন প্রধানমন্ত্রী৷ আজমগডে় বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন৷ মঞ্চে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ এরপর ১১ মার্চ, সোমবার ফিরে যাবেন দিল্লিতে, সেখানে ‘নমো ড্রোন দিদি’, ‘লাখপতি দিদি’র মতো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি৷ দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা শাখার উদ্বোধনও হবে তাঁর হাতে৷ সফরের নবম দিন অর্থাৎ ১২ মার্চ, নিজের রাজ্য গুজরাতে যাবেন মোদি৷ সবরমতিতে কর্মসূচি রয়েছে তাঁর৷ সেখান থেকে যাবেন রাজস্থানে৷ পোখরান এবং জয়সলমীরে যাওয়ার কথা রয়েছে তাঁর৷ এরপর সফরের অন্তিম দিন অর্থাৎ ১৩ মার্চ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাত এবং অসমে মোট তিনটি সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী৷