দিল্লি, ৪ মার্চ– অষ্টমবারেও ইডির ডাক এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তবে এবারে নতুন খবর নবমবার যাওয়ার মনস্থির করে ইডিকে দিনক্ষণ জানিয়ে চিঠি পাঠালেন আপ প্রধান৷
সোমবার অষ্টমবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কিন্ত্ত প্রতিবারের মতোই এবারও তিনি ইডির ডাকে সাড়া দেননি৷ তবে এই প্রথম কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে রাজি হয়েছেন কেজরিওয়াল৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে চিঠিতে লিখেছেন, ১২ মার্চের পর ইডির জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ তবে মুখোমুখি নয়, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দিতে চান আপ প্রধান৷ আগামী ১২ মার্চের পর ইডি ডাকলে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দিতে রাজি৷
গত ২৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে অষ্টম বারের জন্য সমন পাঠায় ইডি৷ তাঁকে ৪ মার্চ অর্থাৎ সোমবার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল৷ আজ দিল্লি বিধানসভায় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল৷ সেই কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন৷ তবে শেষমেশ ভার্চুয়ালি তলবে সাড়া দেওয়ার বিষয়ে সম্মতি জানালেও ইডির সমনকে এদিনও ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷
পঞ্চমবারও তলব এড়ানোর পরেই দিল্লির একটি স্থানীয় আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যেখানে গত ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তবে ইডির আবেদনের ভিত্তিতে এখনও কোনও রায় দেয়নি দিল্লির আদালত৷ এহেন পরিস্থিতিতেই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কেজরিওয়ালের৷ কিন্ত্ত সেই সমন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দেয়৷