ভিডিও ক্লিপ বিকৃত করায় অভিযুক্ত কংগ্রেসের শীর্ষ নেতারা
দিল্লি, ২ মার্চ– কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে অপমন করেছে৷ তাই তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে৷ এমনটাই অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ির৷ শুধু অভিযোগ নয় ক্ষমাপ্রার্থনা দাবি করে রীতিমতো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং মুখপাত্র জয়রাম রমেশকে আইনি নোটিস পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী৷
যে ভিডিওটি ক্লিপটি বিকৃত করা নিয়ে এই অভিযোগ সেটিতে দেখা গেছে, নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য গডকডি়কে বলতে শোনা গিয়েছে, ‘‘গ্রাম দরিদ্র৷ শ্রমিক এবং কৃষকেরা অসুখী৷ গ্রামে ভাল রাস্তা নেই, পানীয় জল নেই, ভাল হাসপাতাল নেই, ভাল স্কুল নেই!’’