• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আগামী ১ মে থেকে রেল ধর্মঘটের ডাক 

দিল্লি, ২৯ ফেব্রুয়ারি – পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । আগামী ১ মে শ্রমিক দিবসের দিন থেকে এই ধর্মঘট শুরু করার ডাক দিয়েছে রেলওয়ে মেনস ফেডারেশন। তাদের সঙ্গে ৬৪টি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন এই ধর্মঘটে সামিল হবে বলে জানিয়েছে। ফলে যাত্রী দুর্ভোগ চরমে উঠবে বলে আশঙ্কা।  পুরনো পেনশন

দিল্লি, ২৯ ফেব্রুয়ারি – পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । আগামী ১ মে শ্রমিক দিবসের দিন থেকে এই ধর্মঘট শুরু করার ডাক দিয়েছে রেলওয়ে মেনস ফেডারেশন। তাদের সঙ্গে ৬৪টি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন এই ধর্মঘটে সামিল হবে বলে জানিয়েছে। ফলে যাত্রী দুর্ভোগ চরমে উঠবে বলে আশঙ্কা। 

পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। এই বিষয়ে রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন, “পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালাচ্ছিল জেএফআরওপিএস ( এনজেসিএ)। এনিয়ে দিল্লিতে ধরনা, মিছিল করা হয়েছিল। দাবিপত্র পেশের পরও টনক নড়েনি কেন্দ্রের।”

জানা গিয়েছে, আগামী ১৯ মার্চ ফের কেন্দ্রকে এনিয়ে নোটিস দেওয়া হবে। আশানুরূপ ফল না মিললে ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য রেল-সহ অন্য কেন্দ্রীয় সংস্থাগুলো ধর্মঘট শুরু করবে। 

এর আগে ১৯৭৪ সালে রেল ধর্মঘট ২০ দিন ব্যাপী চলেছিল। ৫০ বছর পর ফের স্তব্ধ হতে চলেছে রেলের চাকা।