ওটাওয়া, ২৭ ফেব্রুয়ারি– টুইটারের দিন ঘনাল এক্স হয়ে৷ এবার জিমেলের দিন ঘনাল এক্সমেলে৷ এক্সমেল সংক্রান্ত পরিষেবা আনার কথা সম্প্রতি ঘোষণা করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক৷
এক্স সোশ্যাল মিডিয়া সংস্থার সিকিউরিটি ইঞ্জিনিয়ারও এই বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি মাস্ককে প্রশ্ন করেন কবে থেকে শুরু হবে এক্সমেল৷ এর উত্তরে মাস্ক জানান, তা আসছে৷ যদিও নতুন এই মেল সার্ভিসের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানাননি মাস্ক৷ তবে তা নিয়ে জল্পনা থেমে থাকেনি৷
এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় মেল সার্ভিস রয়েছে গুগলের৷ সেই মেল সার্ভিসের নাম জিমেল৷ জিমেল ছাড়াও এ রকম অনেক প্রযুক্তি সংস্থা রয়েছে, যাঁরা মেল সার্ভিস দিয়ে থাকে৷ এ রকমই মেল পরিষেবা চালু করতে চাইছেন মাস্ক৷ যাঁর নাম হতে পারে এক্সমেল৷ যদিও এই নামে ইতিমধ্যেই অন্য ডোমেন রয়েছে৷ সে ক্ষেত্রে এলন মাস্ক কীভাবে এই নাম পান তাও দেখার৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছডি়য়েছিল, জিমেল পরিষেবা বন্ধ করে দেবে গুগল৷ যদিও এই দাবি সত্য নয়৷ জিমেল সাফ জানিয়ে দিয়েছে, তাঁদের পরিষেবা অক্ষুণ্ণ রাখার কথা৷ কিন্ত্ত সেই সময়ই নতুন মেল পরিষেবার ঘোষণা করে প্রযুক্তির বাজারে নতুন উন্মাদনা তৈরি করলেন বিশ্বের ধনীতম ব্যক্তি৷