পঞ্জাব ২৭ ফেব্রুয়ারি– পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়াম পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী৷ সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন৷ তিনিই পঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী৷ কেবল পঞ্জাব নন, পাকিস্তান দেশ হিসাবে স্বীকৃতি পাওয়ার পর মরিয়মই প্রথম মহিলা, যিনি কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হলেন৷ আর মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার মধ্য দিয়ে মরিয়ম শরিফ পরিবারের পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে সাংবিধানিক পদ গ্রহণ করলেন৷
এদিন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মরিয়ম নওয়াজ বলেন যে, তিনি তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে “প্রতিশোধ” নিতে চান না৷ যাঁরা তাঁকে এবং তাঁর বাবা নওয়াজ শরিফ-সহ তাঁর পরিবারের সদস্যদের কারাগারে পাঠিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও কোনও বদলা নেবেন না৷ জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের দুর্নীতির মামলায় শরিফ পরিবারের সদস্যদের কারাগারে পাঠানোর কথা উল্লেখ করেন মরিয়ম৷