• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অক্ষয়-টাইগারের দেখেই বাধভাঙা ভিড়, লাঠিচার্জ পুলিশের

লখনউ, ২৭ ফেব্রুয়ারি– রিল লাইফের হিরোকে যদি রিয়েল লাইফে একদম সামনাসামনি পাওয়া যায় তাহলে ভক্তদের তালজ্ঞান শূন্য হওয়া স্বাভাবিক৷ ঠিক সেরকমই ঘটল লখনউয়ে৷ সোমবার লখনউয়ে ‘বডে় মিয়াঁ, ছোটে মিয়াঁ’ ছবির প্রচারে গিয়েছিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ৷ সেখানেই মঞ্চে নানা স্টান্ট করে দেখান বলিউডের দুই অভিনেতা৷ প্রিয় নায়ককে কাছ থেকে দেখার জন্য ভক্তদের মধ্যে হইচই

লখনউ, ২৭ ফেব্রুয়ারি– রিল লাইফের হিরোকে যদি রিয়েল লাইফে একদম সামনাসামনি পাওয়া যায় তাহলে ভক্তদের তালজ্ঞান শূন্য হওয়া স্বাভাবিক৷ ঠিক সেরকমই ঘটল লখনউয়ে৷ সোমবার লখনউয়ে ‘বডে় মিয়াঁ, ছোটে মিয়াঁ’ ছবির প্রচারে গিয়েছিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ৷ সেখানেই মঞ্চে নানা স্টান্ট করে দেখান বলিউডের দুই অভিনেতা৷ প্রিয় নায়ককে কাছ থেকে দেখার জন্য ভক্তদের মধ্যে হইচই শুরু হয়ে যায়৷ হঠাৎ বাঁধভাঙা ভিড় অক্ষয় ও টাইগারের মঞ্চের সামনে এসে পডে়৷ পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ৷ চলে লাঠিচার্জ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের লাঠিচার্জে আহত হন কয়েকজন ভক্ত৷ যা দেখে নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়৷
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনেকেই মনে করছেন, সিনেমার প্রচারে এমন ঘটনা মোটেই কাম্য নয়৷ এভাবে সিনেমার প্রচার না করাই উচিত৷
প্রসঙ্গত, বলিউডের নতুন ‘বডে় মিঞা ছোটে মিঞা’ হচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ৷ এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল৷ এবার ছবির প্রচারেই অক্ষয়-টাইগার বুঝিয়ে দিলেন তাঁরা একেবারে সুপারহিট জুটি৷ ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বডে় মিঞা ছোটে মিঞা’৷ ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা৷ নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ৷ নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি৷ তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, এতে ভরপুর অ্যাকশন থাকছে৷ জানা গিয়েছে, নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়৷ ২০২৪ এর ইদে মুক্তি পাবে এই ছবি৷