• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

সন্দেশখালির ১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার নওশাদ সিদ্দিকী, মুক্ত নিরাপদ

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জারি হওয়া আইন ভাঙার অপরাধে ফের এক বিরোধী নেতাকে বাধা দিল রাজ্য পুলিশ। গ্রেপ্তার করা হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তিনি সন্দেশখালি যাওয়ার চেষ্টা করতেই সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয় ভাঙড়ের বিধায়ককে। আজ মঙ্গলবার পুলিশের প্রিজন ভ্যানে তুলে তাঁকে সটান লালবাজারে নিয়ে যাওয়া হয়।

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জারি হওয়া আইন ভাঙার অপরাধে ফের এক বিরোধী নেতাকে বাধা দিল রাজ্য পুলিশ। গ্রেপ্তার করা হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তিনি সন্দেশখালি যাওয়ার চেষ্টা করতেই সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয় ভাঙড়ের বিধায়ককে। আজ মঙ্গলবার পুলিশের প্রিজন ভ্যানে তুলে তাঁকে সটান লালবাজারে নিয়ে যাওয়া হয়।

যদিও এই গ্রেপ্তারি নিয়ে নওশাদ সিদ্দিকী দাবি করেন, তাঁর সঙ্গে চার জনের বেশি লোক ছিল না। তাছাড়া তাঁকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সায়েন্স সিটি ঘটনাস্থল থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত।

জানা গিয়েছে, প্রথমে তাঁকে আটকে দেয় পুলিশ। নওশাদ তখন পুলিশের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। এই নিয়ে চরমে ওঠে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙড়ের বিধায়ককে গ্রেপ্তার করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। তাঁর গ্রেপ্তারির পর ক্ষেপে ওঠেন আইএসএফ কর্মীরা । এই ঘটনা নিয়ে দিনভর যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে আজ লুকিয়ে সন্দেশখালিতে ঢুকে পড়েন একদল বাম বুদ্ধিজীবী। সেই বুদ্ধিজীবীদের দলে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, সৌরভ পালোধি, দেবদূত ঘোষ সহ অন্যান্যরা। তাঁরা সন্দেশখালিতে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁরা পুলিশের নজর এড়িয়ে গেলেও সন্দেশখালি যাওয়ার পথে বসিরহাটের ন্যাজাটে কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। পাশাপাশি, যেসব গ্রামবাসীরা বেড়মজুরের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে, তাঁদের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেপ্তারি নিয়ে আজ বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শুনানি ছিল। সেখানে বিচারপতি নিরাপদ সর্দারকে মুক্তির নির্দেশ দেন। পাশাপাশি, যাঁদের অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সব অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্ন তোলা হয় এই গ্রেপ্তারির বৈধতা নিয়ে।

প্রসঙ্গত সন্দেশখালিতে হিংসা ছড়ানোয় মদত দেওয়ার অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদবাবু। ১৭ দিন জেলবন্দি থাকার পর আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁকে জামিনে মুক্ত করার নির্দেশ দিল।