• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কাঁদিয়ে গেলেন ‘চিঠি আই হ্যায়’ শ্রষ্ঠা পঙ্কজ উদাস

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি– সঙ্গীত জগতে নক্ষত্র পতন৷ সপ্তাহের প্রথম দিনেই বিখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাসের প্রয়ানে শোকে ডুবল বলিউড তথা গোটা ভারতের সঙ্গীপ্রেমীরা৷ ৭২ বছর বয়সে পরলোক গমন করলেন পদ্মশ্রী গজল গায়ক৷ পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ চলছিল চিকিৎসা৷ যদিও শেষরক্ষা হল না৷ তাঁর চলে যাওয়া সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি৷ এদিন অর্থাৎ

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি– সঙ্গীত জগতে নক্ষত্র পতন৷ সপ্তাহের প্রথম দিনেই বিখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাসের প্রয়ানে শোকে ডুবল বলিউড তথা গোটা ভারতের সঙ্গীপ্রেমীরা৷ ৭২ বছর বয়সে পরলোক গমন করলেন পদ্মশ্রী গজল গায়ক৷ পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ চলছিল চিকিৎসা৷ যদিও শেষরক্ষা হল না৷ তাঁর চলে যাওয়া সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি৷

এদিন অর্থাৎ সোমবার, ২৬ ফেব্রুয়ারি মৃতু্য হয়েছে তাঁর৷ তাঁর মৃতু্যতে পরিবারের তরফে প্রকাশ করা হয়েছে এক শোকবার্তা৷ তাতে লেখা, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা গিয়েছেন৷ দীর্ঘ দিন অসুস্থ ছিলেন তিনি৷’ শিল্পীর মৃতু্যর খবর পাওয়ার পর গায়ক সোনু নিগম জানালেন, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না এই খবর৷ আমার শৈশবের একটা অংশ হারিয়ে গেল৷ তুমি নেই জেনে আমার হূদয় কাঁদছে৷ ওম শান্তি৷’

উল্লেখ্য, ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে জন্ম হয় পঙ্কজ উদাসের৷ ১৯৮০ সালে শুরু হয় তাঁর সঙ্গীতের কেরিয়ার৷ এক গজল অ্যালবামের মুক্তির মধ্যে দিয়েই সঙ্গীতজগতে পথ চলা শুরু করেন তিনি৷ তবে শুধু গজলই নয়, গেয়েছেন বলিউডের বেশ কিছু উল্লেখযোগ্য গানও৷ মহেশ ভাটের পরিচালিত ছবি ‘নাম’ থেকে তাঁর গান ‘চিঠি আয়ি হ্যায়’ আজও সমানভাবে জনপ্রিয়৷ সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও৷