• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মারাঠা সংরক্ষণ আন্দোলনে ফের উত্তপ্ত মহারাষ্ট্র, বিপাকে সিন্ধে সরকার

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: মারাঠা সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র। বিধানসভায় মারাঠা সংরক্ষণ বিল পাশ করেও রেহাই পেল না সিন্ধে সরকার। প্রত্যাশা অনুযায়ী, ভোটের মুখে আন্দোলন স্তিমিত হওয়া তো দূরের কথা, আরও বেড়ে গেল। পাল্টা বিদ্রোহের আঁচ আরও বাড়িয়ে উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র। গতকাল থেকেই রাজ্যের বেশ কয়েক জায়গায় হিংসাত্মক হয়ে উঠেছে মারাঠা

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: মারাঠা সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র। বিধানসভায় মারাঠা সংরক্ষণ বিল পাশ করেও রেহাই পেল না সিন্ধে সরকার। প্রত্যাশা অনুযায়ী, ভোটের মুখে আন্দোলন স্তিমিত হওয়া তো দূরের কথা, আরও বেড়ে গেল। পাল্টা বিদ্রোহের আঁচ আরও বাড়িয়ে উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র।

গতকাল থেকেই রাজ্যের বেশ কয়েক জায়গায় হিংসাত্মক হয়ে উঠেছে মারাঠা আন্দোলন। একাধিক জায়গায় ব্যাপকভাবে ভাঙচুর করে আন্দোলনকারীরা। অগ্নি সংযোগ করা হয় বিভিন্ন জায়গায়। একটি সরকারি বাসেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আজ সকালে তির্থপুরিতে ঘটেছে এই ঘটনা। বিশেষজ্ঞদের অভিমত, কুনবি শংসাপত্র না পেলে মারাঠা সংরক্ষণের দাবি সম্পূর্ণ হবে না।

যদিও সরকার এই মারাঠা আন্দোলনকে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গেকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি বলেন, ‘সরকারের ধৈর্যের পরীক্ষা নেবেন না।’ উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে তাঁকে খুনের চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা।