• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মমতার ‘না’ শুনেও বাংলায় আসন সমঝোতা নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় কংগ্রেস

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– বিরোধী জোট শিবিরের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই সরে যেতে চাইছেন ‘ইন্ডিয়া’ থেকে৷ সরাসরি না বললেও আসন সমঝোতা নিয়ে বেশ কয়েকবার বঙ্গে ‘একলা চলো’র বার্তা দিয়েছেন মমতা৷ কিন্তু গুরুত্বপূর্ণ মমতাকে এত সহজে ছাড়তে রাজি নয় কংগ্রেস৷ তাই এখনও মরিয়া চেষ্টা চলছেই তার সঙ্গে জোট বজায় রেখে বঙ্গে কংগ্রেসের আসন পাওয়া নিয়ে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– বিরোধী জোট শিবিরের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই সরে যেতে চাইছেন ‘ইন্ডিয়া’ থেকে৷ সরাসরি না বললেও আসন সমঝোতা নিয়ে বেশ কয়েকবার বঙ্গে ‘একলা চলো’র বার্তা দিয়েছেন মমতা৷ কিন্তু গুরুত্বপূর্ণ মমতাকে এত সহজে ছাড়তে রাজি নয় কংগ্রেস৷ তাই এখনও মরিয়া চেষ্টা চলছেই তার সঙ্গে জোট বজায় রেখে বঙ্গে কংগ্রেসের আসন পাওয়া নিয়ে৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘একলা চলো’র সিদ্ধান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন খোলসা করে দিতেই ইন্ডিয়া জোটের ড্যামেজ কন্ট্রোলে নামল কংগ্রেস৷ প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ শনিবার এ বিষয়ে বলেন, ‘বিরোধীদের মূল লক্ষ্য হল ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা৷ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এক কেন্দ্র, এক প্রার্থীর ফর্মুলায় এগনোই উদ্দেশ্য জোট নেতৃত্বের৷ ভোট ভাগাভাগি রুখে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে নারাজ আমরা৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে এখনও আলোচনা চলছে৷’
আসনরফা নিয়ে মমতার এর আগের বক্তব্য এবং শেষমেশ ডেরেকের জবাব প্রসঙ্গে জয়রাম ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করে  জয়রাম আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার পক্ষেই রয়েছেন৷ তিনি নিজেও একথা বলেছেন৷ বলেন, দুই দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ঠিকই৷ কিন্ত্ত, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি৷ জয়রামের বক্তব্য, এ ধরনের আলোচনায় অনেক সময়েই মনোমালিন্য হয়ে থাকে৷ কিন্ত্ত, বিরোধী দলনেত্রী হিসেবে তাঁকে আমরা সম্মান করি৷ এ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সমঝোতার কথা তুলে বলেন, আমি আবার বলছি এ ধরনের বিষয়ে সময় লাগে৷ জয়রাম রমেশের এই বক্তব্যের নেপথ্যে রয়েছে, তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা রাজ্যের ৪২টি আসনেই লড়বে৷ অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেস কিংবা বামদের কোনও আসন ছাড়বে না রাজ্যের শাসকদল৷ দলের প্রবীণ নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন৷ এবং এই অবস্থানে কোনও নড়চড় হবে না৷
তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যে কংগ্রেস জিততে পারে এমন কোনও তৃতীয় আসন তারা খুঁজে পাচ্ছে না৷ অতএব, কংগ্রেসকে অতিরিক্ত আসন ছাড়ার কোনও কারণই নেই৷ ডেরেক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আমরা রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেব৷ অসমেও কয়েকটি আসনে লড়াই করবে দল৷ এছাড়া মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব বলে ঠিক হয়েছে৷ এই অবস্থানের কোনও নড়চড় হবে না৷