• facebook
  • twitter
Friday, 20 September, 2024

বিজেপির ১০০ আসনের ঘোষনায় গুরুত্বপূর্ণ বাংলার ৩৫

দিল্লি, ২৩ ফেব্রুয়ারি– ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ উপস্থিত থাকবেন৷ সেই বৈঠকে লোকসভার একশোটি আসনের প্রার্থী তালিকায় শিলমোহর পড়বে৷ সিলমোহর দেওয়ার পর ওই দিনই তা প্রকাশ করা হতে পারে৷ তালিকায় যেমন বেশ কয়েকজন ওজনদার কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভায় সদস্যের

দিল্লি, ২৩ ফেব্রুয়ারি– ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ উপস্থিত থাকবেন৷ সেই বৈঠকে লোকসভার একশোটি আসনের প্রার্থী তালিকায় শিলমোহর পড়বে৷ সিলমোহর দেওয়ার পর ওই দিনই তা প্রকাশ করা হতে পারে৷ তালিকায় যেমন বেশ কয়েকজন ওজনদার কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভায় সদস্যের নাম থাকতে পারে৷ তেমনই দুর্বল আসনগুলি দখলে সেখানে ওজনদার প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে দল৷ গত নভেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে বিজেপি এই কৌশলেই বাজিমাত করে৷
বিজেপি সূত্রের খবর, লড়াইয়ের বার্তা দিতেই দল ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দুর্বল একশো আসনের প্রার্থী ঘোষণা করে দিতে চাইছে৷ ওই আসনগুলিতে প্রার্থীদের প্রচারে বাড়তি সময় দিতেই আগাম তালিকা ঘোষণার পরিকল্পনা করেছে দল৷
গত লোকসভা ভোটে দল ১৬০টি আসনে বড় মার্জিনে হেরেছিল৷ সেই তালিকার একশোটির প্রার্থী ঘোষণা করতে চলেছে পদ্ম শিবির৷ যে ১০০ আসনের প্রার্থী ঘোষণা করবে বিজেপি৷ পদ্ম শিবির যে একশো আসনের প্রার্থী ঘোষণা করতে চলেছে সেই তালিকায় বাংলার বেশ কিছু আসন আছে৷ এছাড়া, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর আসন আছে৷ ওই একশো আসন বর্তমানে বিজেপির দখলে নেই৷ বাংলায় গত ভোটে বিজেপি বিপুল সাফল্য পায়৷ দুটি থেকে একলাফে ১৮টি আসন দখল করে দল৷

বাংলার পদ্ম শিবিরের এবারের লক্ষমাত্রা ৩৫ আসন৷ সেই মতো দু’বছর আগে থেকে গতবার হাতছাড়া আসনগুলি দখলে আনার চেষ্টা শুরু করে বিজেপি৷ দলের ভোট কুশলীদের মতে গতবার হাতছাড়া ২৪ আসনের মধ্যে বেশ কয়েকটি এবার দখল করা সম্ভব৷