• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এটিমে আপনার ভুলেই নিমেষেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

দিল্লি, ২২ ফেব্রুয়ারি– এখন অললাইনে টাকার লেনদেনের বাড়বাড়ন্ত হলেও এটিমের প্রয়োজন রয়েছে আগের মতোই৷ টাকা তোলার অন্যতম সহজ পদ্ধতি ও মাধ্যম হল এটিএম৷ পাড়ার মোড় থেকে শপিং মল, বিমানবন্দর, রেলস্টেশন-সব জায়গাতেই রয়েছে এটিএম৷ তবে এটিএমে যেমন টাকা তোলার সুবিধা রয়েছে, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে এটিএমে প্রতারণার ঝুঁকিও বাড়ছে৷ স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে প্রতারকরা

দিল্লি, ২২ ফেব্রুয়ারি– এখন অললাইনে টাকার লেনদেনের বাড়বাড়ন্ত হলেও এটিমের প্রয়োজন রয়েছে আগের মতোই৷ টাকা তোলার অন্যতম সহজ পদ্ধতি ও মাধ্যম হল এটিএম৷ পাড়ার মোড় থেকে শপিং মল, বিমানবন্দর, রেলস্টেশন-সব জায়গাতেই রয়েছে এটিএম৷ তবে এটিএমে যেমন টাকা তোলার সুবিধা রয়েছে, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে এটিএমে প্রতারণার ঝুঁকিও বাড়ছে৷ স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে প্রতারকরা নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়৷ ক্রমবর্ধমান এই প্রতারণা থেকে বাঁচতেই এবার সতর্কতা জারি করল তথ্য প্রযুক্তি মন্ত্রক৷

তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা সিইআরটি-ইন, যারা ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তারা সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে৷ ওই পোস্টে লেখা, এটিএম প্রতারণা থেকে সতর্ক থাকুন৷ অপরিচিত কাউকে এটিএম কার্ড দেবেন না৷ নিজের পিন, সিভিভি বা ওটিপি কাউকে দেবেন না৷
এটিএম প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?

ফাঁকা জায়গায় এটিএমে ঢুকবেন না৷ যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এমন এটিএম থেকে টাকা তুলুন৷
এটিএমে পিন বসানোর সময় সর্বদা হাত দিয়ে ঢেকে রাখুন৷
নিজের জন্মদিন, ফোন নম্বর কখনও এটিএম পিন হিসাবে বাছবেন না৷
যদি অচেনা কেউ সাহায্য করতে চান, তবে তা এডি়য়ে যান৷
এটিএমে কোনও স্ক্যানার বসানো আছে কি না, তা দেখে দেবেন টাকা তোলার আগে৷
নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর রাখুন৷
অচেনা কারোর সঙ্গে পিন, সিভিভি বা ওটিপি শেয়ার করবেন না৷
কোনও অনলাইন সাইটে কার্ড ডিটেইল বসানোর আগে সেই সাইট বিশ্বাসযোগ্য় কি না, তা যাচাই করে নিন৷