• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নন্দীগ্রামে জমিদাতাদের বাধায় বন্ধ রেল সম্প্রসারণ, সরেজমিনে পরিদর্শনে জিএম

নন্দীগ্রাম, ২২ ফেব্রুয়ারি: নদীগ্রামে রেলের কাজে জমিদাতাদের সঙ্গে বাধায় বন্ধ সম্প্রসারণের কাজ। জমিদাতারা একাধিক অভিযোগ জানিয়ে রেলের কাজে বাধা দেন। বিষয়টি খতিয়ে দেখতে নন্দীগ্রামে এলেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম অনিল কুমার মিশ্র। রেল পুলিস তাঁদের ব্যারিকেড করে রেখেছে বলে সূত্রের খবর। আজ ঘটনাস্থল পরিদর্শনে জিএম এলে তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন জমিদাতারা। তাঁদের অভিযোগ, রেলের প্রতিশ্রুতি

নন্দীগ্রাম, ২২ ফেব্রুয়ারি: নদীগ্রামে রেলের কাজে জমিদাতাদের সঙ্গে বাধায় বন্ধ সম্প্রসারণের কাজ। জমিদাতারা একাধিক অভিযোগ জানিয়ে রেলের কাজে বাধা দেন। বিষয়টি খতিয়ে দেখতে নন্দীগ্রামে এলেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম অনিল কুমার মিশ্র। রেল পুলিস তাঁদের ব্যারিকেড করে রেখেছে বলে সূত্রের খবর।

আজ ঘটনাস্থল পরিদর্শনে জিএম এলে তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন জমিদাতারা। তাঁদের অভিযোগ, রেলের প্রতিশ্রুতি মতো জমিদাতারা অনেকেই জমির দাম পান নি। এমনকি দেওয়া হয়নি চাকরিও। সেজন্য তাঁরা সেখানে ক্ষোভ জানাতে জড়ো হয়েছেন। প্রসঙ্গত সূত্র মারফত জানা গিয়েছে, জমি মালিকদের বাধায় কয়েকদিন ধরে কাজ বন্ধ রয়েছে।

একই সমস্যা বাজকুলেও। বর্তমানে নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত রেল লাইন পাতার কাজ চলছে। এদিন পরিদর্শনে যাওয়া রেল কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখান বাজকুলের জমিদাতারা। এখানেও জমিদাতাদের একই অভিযোগ। তাঁরা দাবি করেন, সকল জমির মালিকরা জমির দাম পান নি। প্রতিশ্রুতি সত্ত্বেও তাঁদের পরিবারকে চাকরি দেওয়া হয়নি। সেজন্য এই বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। এখানেও আপাতত বন্ধ রয়েছে রেলের কাজ। রেল কর্তারা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন।