• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

‘ঘর ওয়াপসি’-তে প্রস্তুত সিধু, পদ্মের প্রার্থী হতে পারেন যুবরাজ সিংও

চণ্ডিগঢ়, ২১ ফেব্রুয়ারি– এ যেন দড়ি টানাটানি শুরু হয়েছে৷ বিজেপি টান মেরেই চলেছে আর বিরোধী দলের নেতা-মন্ত্রীরা টাল সামলাতে না পেরে গেরুয়া শিবিরে পড়েই চলেছেন৷ তবে কংগ্রেসেই ভাঙণ দেখা গিয়েছে সবথেকে বেশি৷ এরমধ্যেই একদিকে সিধু ও অন্যদিকে যুবরাজ সিং-য়ের বিজেপিতে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে৷ পাঞ্জাব কংগ্রেস ও বিজেপি সূত্রে খবর, এই প্রাক্তন ক্রিকেট তারকার দল

চণ্ডিগঢ়, ২১ ফেব্রুয়ারি– এ যেন দড়ি টানাটানি শুরু হয়েছে৷ বিজেপি টান মেরেই চলেছে আর বিরোধী দলের নেতা-মন্ত্রীরা টাল সামলাতে না পেরে গেরুয়া শিবিরে পড়েই চলেছেন৷ তবে কংগ্রেসেই ভাঙণ দেখা গিয়েছে সবথেকে বেশি৷ এরমধ্যেই একদিকে সিধু ও অন্যদিকে যুবরাজ সিং-য়ের বিজেপিতে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে৷
পাঞ্জাব কংগ্রেস ও বিজেপি সূত্রে খবর, এই প্রাক্তন ক্রিকেট তারকার দল বদলের সম্ভাবনা ক্রমেই জোরদার হচ্ছে৷ বিজেপিতে সিধুর ‘ঘর ওয়াপসি’ সময়ের অপেক্ষা বলে পদ্ম ও হাত শিবিরের নেতারা নিশ্চিত৷ পাঞ্জাব বিজেপির অন্যতম নেতা শোমদেব শর্মা জানিয়েছেন, সিধুর সঙ্গে আলোচনা চলছে৷ তিনি আগের দলে ফিরতে চান৷ আমরা তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চাই৷সিধুকে নিয়ে আলোচনার মধ্যেই সামনে এসেছে আর এক ক্রিকেট তারকা যুবরাজ সিংহের নাম৷ তাঁকে পাঞ্জাবের গুরুদাসপুরে প্রার্থী করার ভাবনা আছে পদ্ম শিবিরের৷ সেখানকার বর্তমান সাংসদ চিত্রতারকা সানি দেওলকে নিয়ে দল বিরক্ত৷ এলাকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷ সিধুকেও লোকসভায় প্রার্থী করার ভাবনা আছে বিজেপির৷ তাঁকে অমৃতসরে টিকিট দেওয়া হতে পারে৷
মধ্য প্রদেশে কমলনাথ এখনও নিজের মুখে বিজেপিতে যোগদানের সম্ভাবনা খারিজ করেননি৷ যদিও ঘনিষ্ঠদের মুখ দিয়ে বলিয়েছেন, সব গুজব৷
অন্যদিকে, পাঞ্জাব বিজেপির বর্তমান সভাপতি সুনীল ঝাখরের সঙ্গে সিধুর সুসম্পর্ক রয়েছে৷ সুনীল এক সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন৷ বর্তমানে তিনি পদ্ম শিবিরের প্রভাবশালী নেতা৷ ফলে সিধুর বিজেপিতে যাওয়ার পথ পরিষ্কার৷ যদিও পদ্ম শিবিরেও তাঁকে নিয়ে দ্বিমত রয়েছে৷ আচার-ব্যবহারের কারণে সিধুকে অনেকেরই পছন্দ নয়৷ কিন্ত্ত লোকসভায় চারশো আসনের স্বপ্ন পূরণে বিজেপি আপাতত বাছবিচারে যাচ্ছে না৷