দিল্লি, ২১ ফেব্রুয়ারি– আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছিল ইডি৷ সেই ডাকে সাড়া দিয়ে ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব৷ বুধবার অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই তিনি উপস্থিত হলেন ইডি দফতরে৷
এদিন সকালে একেবারে এগারোটার সময়ই তাঁকে দেখা গেল দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে৷ যদিও অভিনেতা-সাংসদ ইডির ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল৷ কিন্ত্ত মঙ্গলবারই দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, সময়মতোই হাজিরা দেবেন ঘাটালের সাংসদ৷ শুধু বুধবার নয়, যতবার ইডি বা সিবিআই ডাকবে, ততবারই তিনি হাজিরা দেবেন৷ যা যা জানতে চাইবেন তদন্তকারীরা, সব প্রশ্নের উত্তর দেবেন তিনি৷ সব নথিপত্র নিয়ে যাবেন৷
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি দেবকে তলব করে ইডি৷ এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল৷ সেবার প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা৷ জিজ্ঞাসাবাদের শেষে দেব জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার তাঁকে ডাকবে ততবার তিনি যাবেন৷ এর আগে ইডিও একবার তলব করে অভিনেতাকে৷