• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্র-বঙ্গ বৈঠক

দিল্লি, ২১ ফেব্রুয়ারি– ১০০ দিনের বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-পশ্চিম বঙ্গ রাজ্য জট চলছে বেশ কয়েক মাস ধরে৷ তবে লোকসভা নির্বাচনের আগে বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্যের জট কাটবে কি না, সেই প্রশ্ন ঘুরছিল সবার মনেই৷ বুধবার সেই প্রশ্নের জবাব কি মিলতে চলেছে? ১০০ দিনের কাজ সহ রাজ্যের বকেয়া টাকা নিয়ে আজ আলোচনায় বসতে চলেছে কেন্দ্র ও

দিল্লি, ২১ ফেব্রুয়ারি– ১০০ দিনের বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-পশ্চিম বঙ্গ রাজ্য জট চলছে বেশ কয়েক মাস ধরে৷ তবে লোকসভা নির্বাচনের আগে বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্যের জট কাটবে কি না, সেই প্রশ্ন ঘুরছিল সবার মনেই৷ বুধবার সেই প্রশ্নের জবাব কি মিলতে চলেছে? ১০০ দিনের কাজ সহ রাজ্যের বকেয়া টাকা নিয়ে আজ আলোচনায় বসতে চলেছে কেন্দ্র ও রাজ্য৷
প্রসঙ্গত, সম্প্রতিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার৷ ২৪ লক্ষ ৫০ হাজার শ্রমিককে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে৷ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই রাজ্য সরকার বকেয়া টাকা মিটিয়ে দেওয়া শুরু করবে৷ টাকা বন্টনে যাতে কোনও বেনিয়ম না হয়, তার জন্য ৮ সদস্যের এক নজরদারি কমিটিও গঠন করা হয়েছে৷
উল্লেখ্য, বকেয়ার দাবিতে বেশ কয়েকবার বাংলা তরফে কেন্দ্রের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই নিয়ে দিল্লিতে ধরনা পর্যন্ত করে এসেছে তৃণমূল সরকার৷ গত ডিসেম্বর মাসেই বকেয়া বরাদ্দের দাবি নিয়ে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানুয়ারি মাসে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠকও হয়েছে৷ আজ আবার বৈঠক হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের৷সূত্রের খবর, রাজ্যের সচিব পর্যায়ের কয়েকজন আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন৷
গত ২০ ডিসেম্বর সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে কেন্দ্রীয় বকেয়া নিয়ে আধিকারিক স্তরে আলোচনা হবে৷ এরপরই গত ২৩ জানুয়ারি কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরে প্রথম বৈঠক হয়৷ যদিও সেই বৈঠকে কোনও ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্র রাজ্য কোনও পক্ষই৷