• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

কিংবদন্তী আইনজীবী ফলি এস নরিম্যান প্রয়াত

দিল্লি, ২১ ফেব্রুয়ারি: আইন জগতের কিংবদন্তি পুরুষ ফলি এস নরিম্যান প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আজ, বুধবার দিল্লির বাস ভবনে ভারত বিখ্যাত এই আইনজীবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নরিম্যান প্রথম জীবনে বম্বে হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হন। পরে তিনি দিল্লি চলে আসেন। ১৯৭২ সালে তিনি দেশের সলিসিটর

দিল্লি, ২১ ফেব্রুয়ারি: আইন জগতের কিংবদন্তি পুরুষ ফলি এস নরিম্যান প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আজ, বুধবার দিল্লির বাস ভবনে ভারত বিখ্যাত এই আইনজীবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

নরিম্যান প্রথম জীবনে বম্বে হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হন। পরে তিনি দিল্লি চলে আসেন। ১৯৭২ সালে তিনি দেশের সলিসিটর জেনারেল নিযুক্ত হন। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরোধিতা করেন এবং সলিসিটর জেনারেলের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেন । নরিম্যান ১৯৯৯ থেকে ২০০৫ অবধি রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁকে ১৯৯১ সালে পদ্মভূষণ এবং ২০০৭ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়।

তিনি বেশ কয়েকটি যুগান্তকারী মামলার সঙ্গে যুক্ত ছিলেন। নিজের আত্মজীবনী হোয়েন মেমরি ফেডস-এ তিনি ভোপাল গ্যাস লিক মামলার কথা উল্লেখ করেন। যেখানে তিনি সিনিয়র কাউন্সেল হিসেবে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ৩৭০ ধারা মামলার সাম্প্রতিক রায় নিয়ে তীব্র সমালোচনা করেন। নিজের আত্মজীবনীতে তিনি বলেছিলেন, ধর্মনিরপেক্ষ ভারতে বাস করছেন। ঈশ্বর চাইলে তিনি ধর্মনিরপেক্ষ ভারতেই মরতে চান।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিষেক মনু সিংভি বলেছেন, “একটা যুগের অবসান হল। ফলি এস নরিম্যান প্রয়াত হয়েছেন। তিনি এক জীবন্ত কিংবদন্তি, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। যাঁরা আইনের জগতে যুক্ত রয়েছেন তাঁদের কাছে নরিম্যানের অবদান অবিস্মরণীয়।”