• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হাসপাতালে মনোজ মিত্র, কী হয়েছে অভিনেতার?

কলকাতা: হূদরোগের সমস্যায় হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র৷ সোমবার তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে৷ জানা গিয়েছে, পেসমেকার বসানো হয়েছে মনোজ মিত্রর৷ চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা৷ হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অস্ত্রোপচারের পর আপাতত সুস্থই রয়েছেন তিনি৷ বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্রের পরিচয়ের দরকার হয় না৷৷ তবে

কলকাতা: হূদরোগের সমস্যায় হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র৷ সোমবার তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে৷ জানা গিয়েছে, পেসমেকার বসানো হয়েছে মনোজ মিত্রর৷ চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা৷ হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অস্ত্রোপচারের পর আপাতত সুস্থই রয়েছেন তিনি৷
বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্রের পরিচয়ের দরকার হয় না৷৷ তবে শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চ সবেতেই তুমুল জনপ্রিয় ছিল তাঁর অভিনয়৷ তবে শুধু অভিনেতা বললে তাঁকে চেনানো ভুল হয়৷ কলমের জোরও রয়েছে তাঁর৷ ৮৫ বছর বয়সেও সমান তালে লেখা লেখি করে যাচ্ছেন৷ তবে অভিনেতাকে আপাতত সিনে পর্দা থেকে দূরেই রয়েছেন৷ তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে দর্শকদের৷
প্রসঙ্গত, কয়েক বছর আগে যতীন দাস রোডের বাডি় থেকে বের হতে বাধ্য হয়েছিলেন মনোজ মিত্র৷ ২০১৮ সালে আদালতের নির্দেশ অনুযায়ী ঘর থেকে অভিনেতার সমস্ত জিনিসপত্র বের করে দেওয়া হয়েছিল৷ বিগত ৬০ বছর ধরে ওই বাডি়তে ঘরভাড়া ছিলেন মনোজ৷