• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

পাকিস্তানের অর্থনীতিকে পিছনে ফেলে দিল টাটা গোষ্ঠীর বাজারমূল্য 

মুম্বাই, ১৯ ফেব্রুয়ারি – টাটা গোষ্ঠীর সংস্থাগুলির সম্মিলিত বাজার মূল্য এখন প্রায় ৩০.৩ লক্ষ কোটি টাকা, অর্থাৎ ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলার। টাটা গোষ্ঠীর বাজারমূল্য ছাড়িয়ে গেল পাকিস্তানের অর্থনীতিকে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর অনুমান , ২০২৩-২৪-এ পাকিস্তানের জিডিপি প্রায় ৩৪১ বিলিয়ন মার্কিন ডলার। এই গোষ্ঠীর একাধিক কোম্পানির শেয়ার মার্কেটে দুর্দান্ত রিটার্নের কারণে বিত্তশালী হয়েছে টাটা গোষ্ঠী। অন্যদিকে ঋণের

টাটা গ্রুপ (File Photo: AFP)

মুম্বাই, ১৯ ফেব্রুয়ারি – টাটা গোষ্ঠীর সংস্থাগুলির সম্মিলিত বাজার মূল্য এখন প্রায় ৩০.৩ লক্ষ কোটি টাকা, অর্থাৎ ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলার। টাটা গোষ্ঠীর বাজারমূল্য ছাড়িয়ে গেল পাকিস্তানের অর্থনীতিকে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর অনুমান , ২০২৩-২৪-এ পাকিস্তানের জিডিপি প্রায় ৩৪১ বিলিয়ন মার্কিন ডলার। এই গোষ্ঠীর একাধিক কোম্পানির শেয়ার মার্কেটে দুর্দান্ত রিটার্নের কারণে বিত্তশালী হয়েছে টাটা গোষ্ঠী। অন্যদিকে ঋণের বোঝা বাড়িয়ে মুদ্রাস্ফীতির সঙ্গে চরম লড়াই চালাচ্ছে পাকিস্তান।

টাটা গোষ্ঠীর সংস্থাগুলির মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএসের বাজার মূল্য বর্তমানে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা বা ১৭০ বিলিয়ন ডলার। অর্থাৎ, শুধুমাত্র টিসিএস-এর বাজারমূল্য পাকিস্তানের অর্থনীতির অর্ধেক। এছাড়া, টাটা গোষ্ঠীর সামগ্রিক বাজার মূল্য বৃদ্ধিতে এগিয়ে রয়েছে টাটা মোটরস এবং ট্রেন্ট। টাটা মোটরসের শেয়ার দর এক বছরে ১১০ শতাংশ বেড়েছে। ট্রেন্টের শেয়ার দর ২০০ শতাংশ বেড়েছে। এছাড়া,  টাটা টেকনোলজিস, টিআরএফ, বেনারস হোটেলস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা মোটরস, অটোমোবাইল কর্পোরেশন অব গোয়া এবং আর্টসন ইঞ্জিনিয়ারিং-এর অবস্থানও ভালো জায়গায় রয়েছে। এর মধ্যে মাত্র একটি কোম্পানি টাটা কেমিক্যালের দর পাঁচ শতাংশ কমেছে।

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বাইরে টাটা সন্স, টাটা ক্যাপিটাল, টাটা প্লে, টাটা অ্যাডভান্সড সিস্টেম, এয়ার ইন্ডিয়া, ভিস্তারার মতো টাটা গোষ্ঠীর  বেশ কিছু সংস্থা রয়েছে। এগুলির বাজারমূল্য যোগ করলে, টাটা গোষ্ঠীর সামগ্রিক বাজার মূল্য আরও ১৬০-১৭০ বিলিয়ন ডলার বেশি হতে পারে। টাটা ক্যাপিটালকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে টাটা গোষ্ঠী। স্টক মার্কেটের বাইরে, এই সংস্থার বাজার মূল্য ২.৭ লক্ষ কোটি টাকারও বেশি।

২০২৩ সালের প্রথম থেকেই আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান। ইসলামাবাদের মাথার উপর ঋণের বোঝা ২৫ বিলিয়ান ডলার।  হাত পাততে হচ্ছে চিন-সহ একাধিক দেশের কাছে। অন্যদিকে পড়শি দেশ ভারতের অর্থনীতি পৌঁছে গিয়েছে ৩.৭ ট্রিলিয়নে। যা পাক অর্থনীতির তুলনায় ১১ গুণ বেশি।