• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

মুরারই স্টেশনে মালগাড়িতে আগুন

মুরারই, ১৮ ফেব্রুয়ারি: কয়লা বোঝাই মালগাড়িতে আগুন। আজ, রবিবার মুরারই স্টেশনে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, প্রথমে চাতরা স্টেশনের কাছে মালগাড়িতে আগুনের ঘটনা নজরে আসে। মালগাড়ির গার্ডই প্রথমে সেটা চাক্ষুষ করেন। এরপরই ট্রেনটিকে মুরারই স্টেশনে নিয়ে আসা হয়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। তারা আগুন নেভাতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয়েছে মুরারই রেলগেট।

মুরারই, ১৮ ফেব্রুয়ারি: কয়লা বোঝাই মালগাড়িতে আগুন। আজ, রবিবার মুরারই স্টেশনে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, প্রথমে চাতরা স্টেশনের কাছে মালগাড়িতে আগুনের ঘটনা নজরে আসে। মালগাড়ির গার্ডই প্রথমে সেটা চাক্ষুষ করেন। এরপরই ট্রেনটিকে মুরারই স্টেশনে নিয়ে আসা হয়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। তারা আগুন নেভাতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয়েছে মুরারই রেলগেট।

ফলে আটকে পড়েছে বেশ কিছু যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন। আজ এই পথ দিয়ে মুখ্যমন্ত্রীর সভাস্থলে যাওয়ার কথা তৃণমূলের নেতা ও কর্মীদের। কিন্তু রেলগেট বন্ধ থাকায় তৃণমূল কর্মীদের বাস বেশ কিছুক্ষণ আটকে পড়ে। তবে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।

প্রসঙ্গত এর আগেই এখানে মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ভোগে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থীরা। ফের আবার এখানে মালগাড়ির কন্টেনারে আগুনের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।