• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ৪ চিকিৎসকের মৃত্যু, মৃত্যু দেড় বছরের ১ শিশুরও

জয়পুর, ১৭ ফেব্রুয়ারি –  রাজস্থানে ট্রাক এবং এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের চার চিকিৎসকের। মৃত্যু হল দেড় বছরের এক শিশুরও। রাজস্থানের বিকানিরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাজস্থানের ভারতমালা সড়কে নৌরাংদেসার-রাসিসারের কাছে দুর্ঘটনা ঘটে। দুটি গাড়ির  এত জোরে সংঘর্ষ হয় যে, এসইউভি গাড়িটি দুমড়ে যায়। গাড়ির কিছুটা অংশ কয়েক টুকরো হয়ে রাস্তায়

জয়পুর, ১৭ ফেব্রুয়ারি –  রাজস্থানে ট্রাক এবং এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের চার চিকিৎসকের। মৃত্যু হল দেড় বছরের এক শিশুরও। রাজস্থানের বিকানিরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাজস্থানের ভারতমালা সড়কে নৌরাংদেসার-রাসিসারের কাছে দুর্ঘটনা ঘটে। দুটি গাড়ির  এত জোরে সংঘর্ষ হয় যে, এসইউভি গাড়িটি দুমড়ে যায়। গাড়ির কিছুটা অংশ কয়েক টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এসইউভির আরোহীদের।

পুলিশ সূত্রে খবর, দুই চিকিৎসক দম্পতি গুজরাতের কচ্ছের বাসিন্দা। তাঁরা সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। জম্মু ও কাশ্মীর থেকে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। মৃত ৫ জনের মধ্যে ২ চিকিৎসক দম্পতি এবং ১ শিশু ছিল। নিহত চিকিৎসকদের নাম প্রতীক, হেতাল, পূজা এবং করণ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূজা এবং করণের দেড় বছর বয়সের শিশুর।