দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– পুনের লোনাভালায় মহারাষ্ট্র কংগ্রেস নেতাদের দু’দিনের প্রশিক্ষণ শিবিরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, ‘প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি, অন্যদল থেকে বিজেপি আর কতজন প্রাক্তন মন্ত্রী, মুখ্যমন্ত্রীদের দলে টানবে?’ তিনি আরও দাবি করেন, মোদির কাছে তিনি অনুযোগ করেছেন যে, বিজেপি ভয় দেখিয়ে বিরোধী দলগুলিতে ভাঙন ধরাচ্ছে৷ বিরোধী নেতাদের দলে টানছে৷
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচার, সাংগঠনিক কাজ ইত্যাদি নিয়ে নেতা-কর্মীদের দু’দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হবে৷ সেই কর্মসূচির উদ্বোধন করতে কংগ্রেস সভাপতি পুণেতে যান৷
পুণের সেই অনুষ্ঠানে খাড়গে বলেন, ‘সংসদে সম্প্রতি এক চায়ের আসরে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল৷ তখনই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, বিজেপির এত ক্ষুধা!’ যদিও প্রধানমন্ত্রী নাকি তার অভিযোগ মানতে চাননি বলেই জানান খাড়গে৷ কংগ্রেস সভাপতির কথায়, ‘নরেন্দ্র মোদি জবাবে বলেন, আমি কী করে বিজেপিতে আসা আটকাবো? আমার সরকারের কাজ দেখে ভালবেসে বিরোধী নেতারা বিজেপিতে আসছেন৷’
চলতি সপ্তাহের গোড়ায় বিজেপিতে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের এই প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক চহ্বান৷ তারপরই পদ্ম শিবির তাঁকে মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় প্রার্থী করেছে৷ চহ্বাণ একা নয়, একাধিক রাজ্যে কংগ্রেসের প্রথমসারির বেশ কয়েকজন হালে বিজেপিতে যোগ দিয়েছেন৷ এদিনের কর্মশালায় অশোক প্রসঙ্গ আসতেই উপরিউক্ত কথাগুলি বলেন খাড়গে৷
চহ্বাণ প্রসঙ্গ উহ্য রেখে খাড়্গে শুক্রবার দলত্যাগীদের বিরুদ্ধে সরব হন৷ বলেন, ‘দল, দলের কর্মী, সমর্থকেরা নেতা তৈরি করেন৷ সেই নেতা যখন দল ছেডে় যান তখন সেটাকে কাপুরুষোচিত কাজ ছাড়া আর কী বলা যেতে পারে!’