• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বৃহত্তর জনস্বার্থে পেটিএম নিয়ে সময়সীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– বৃহত্তর জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে পেটিএমের ওপর বসানো নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নিলেও তার সময়সীমা বৃদ্ধি করল আরবিআই৷ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো গুরুতর অভিযোগ উঠেছে৷ যার প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংশ্লিষ্ট ব্যাঙ্কের উপর গত ৩১ জানুয়ারি বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করে৷ নিষেধাজ্ঞায় রিজার্ভ ব্যাঙ্কের তরফে

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– বৃহত্তর জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে পেটিএমের ওপর বসানো নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নিলেও তার সময়সীমা বৃদ্ধি করল আরবিআই৷ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো গুরুতর অভিযোগ উঠেছে৷ যার প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংশ্লিষ্ট ব্যাঙ্কের উপর গত ৩১ জানুয়ারি বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করে৷ নিষেধাজ্ঞায় রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়, আগামী ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না৷ ওয়ালেট, ফাস্ট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না৷

এবার এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ৩১ জানুয়ারি নয়, ১৫ মার্চের পর নতুন করে আমানত গ্রহণ করতে পারবে না পেটিএম ব্যাঙ্ক৷ প্রিপেড, ওয়ালেট, ফাস্ট্যাগ-সহ বিভিন্ন পরিষেবাও বন্ধ হয়ে যাবে৷ তবে সুদ বা রিফান্ড যে কোনও সময় জমা হতে পারে৷ চালু থাকবে পেটিএমের ইউপিআই পরিষেবাও৷ ক্রেতার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশে জানিয়েছিল, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নতুন কোনও ক্রেতার খাতা খুলতে পারবে না৷ তারপরই এই বছর জানুয়ারিতে পেটিএমের ব্যাঙ্কিং অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে জানানো হয়েছিল, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে৷ উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো আর্থিক সংস্থাটির ধারাবাহিকভাবে অনিয়ম সহ আরও অনেক ত্রুটি ধরা পডে়ছে৷