• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বঙ্গোপসাগরে ৫০ দেশের নৌবাহিনীর নেতৃত্বে ভারত

বিশাখাপত্তনম, ১৬ ফেব্রুয়ারি– ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা হুমকি ক্রমশ বাড়ছে৷ এই অবস্থায়, ৫০ দেশের নৌবাহিনী নিয়ে নৌমহড়া দিতে চলেছে ভারতীয় নৌসেনা৷ ‘মিলন ২০২৪’ নামে এই মহড়ায় বঙ্গোপসাগর দাপাতে চলেছে ভারতীয় নৌবাহিনীর দুই এয়ারক্রাফ্ট কেরিয়ার – আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত৷  এই মহড়ার মধ্য দিয়েই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চিনের প্রভাবমুক্ত রাখার বার্তা দেওয়া যাবে বলে মনে করা

বিশাখাপত্তনম, ১৬ ফেব্রুয়ারি– ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা হুমকি ক্রমশ বাড়ছে৷ এই অবস্থায়, ৫০ দেশের নৌবাহিনী নিয়ে নৌমহড়া দিতে চলেছে ভারতীয় নৌসেনা৷ ‘মিলন ২০২৪’ নামে এই মহড়ায় বঙ্গোপসাগর দাপাতে চলেছে ভারতীয় নৌবাহিনীর দুই এয়ারক্রাফ্ট কেরিয়ার – আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত৷  এই মহড়ার মধ্য দিয়েই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চিনের প্রভাবমুক্ত রাখার বার্তা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে৷ ১৯ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহড়া৷ ভারতের জোড়া বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত ছাড়াও, আরও অন্তত ২০ যুদ্ধজাহাজ, পি-৮আই-এর মতো সমুদ্রে টহলদারির বিমান এবং বেশ কিছু সাবমেরিনগুলি এই মহড়ায় অংশ নেবে৷

কোয়াড গোষ্ঠীর সদস্যরা, অর্থাৎ, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া তো এই মহরায় অংশ নেবেই৷ এছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের নৌবাহিনী সামুদ্রিক মহড়ায় অংশ নেবে৷ ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার নৌবাহিনীও এই মহড়ায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে৷ সমুদ্র যুদ্ধের কৌশল, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা, সাবমেরিন-রোধী যুদ্ধ এবং সমুদ্র থেকে ভূপৃষ্ঠে অভিযান চালানোর মহড়া দেবে নৌবাহিনীগুলি৷ এছাড়া, এই মহড়ায় ‘হারবার ফেজ’ নামে একটি আন্তর্জাতিক সেমিনার, কুচকাওয়াজ, মেরিটাইম টেক এক্সিবিশন, এক্সপার্ট এক্সচেঞ্জ, ইয়ং অফিসারদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে৷

মহড়ার লক্ষ্য, এই অঞ্চলের বন্ধুত্বপূর্ণ দেশগুলির নৌবাহিনীগুলির মধ্যে সমন্বয় সাধন করা৷ এছাড়া, ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে চিনের আগ্রাসন মুক্ত রাখা এবং এই অঞ্চল দিয়ে যাতে অবাধে বাণিজ্য চলে, তা নিশ্চিত করারও লক্ষ্য নেওয়া হয়েছে৷ আসলে গত কয়েক বছর ধরে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পেশী প্রদর্শন করে চলেছে বেজিং৷ পূর্ব ও দক্ষিণ চিন সাগরে তারা সরাসরি জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে জডি়য়েছে৷ ফিলিপাইন্স এবং তাইওয়ানের সঙ্গেও চিনের কূটনৈতিক উত্তেজনা ক্রমে বাড়ছে৷ ভারত, সাগরে সরাসরি চিনের সঙ্গে সংঘর্ষে না জড়ালেও, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সঙ্গে সম্পৃক্ততা বাডি়য়ে চলেছে৷