• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আকাশ ছুল এসবিআইয়ের  শেয়ার দর

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি– বৃহস্পতিবার কার্যত শেয়ার বাজারে উর্ধ্বগতিতে ছুটতে শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের স্টক৷  এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের মূল্য ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্ছে পেঁৗছে দাঁড়ায় প্রতি শেয়ার ৭৬০.১০ টাকায়৷ বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে এই গ্রাফ আরও চড়বে৷ সেই কারণে এখন থেকেই এসবিআইয়ের শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছেন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস বিল্ডিং। (Photo: iStock)

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি– বৃহস্পতিবার কার্যত শেয়ার বাজারে উর্ধ্বগতিতে ছুটতে শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের স্টক৷  এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের মূল্য ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্ছে পেঁৗছে দাঁড়ায় প্রতি শেয়ার ৭৬০.১০ টাকায়৷

বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে এই গ্রাফ আরও চড়বে৷ সেই কারণে এখন থেকেই এসবিআইয়ের শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা৷

গত কয়েক বছরে স্টেট ব্যাঙ্কের রাজস্বের পরিমাণ কয়েকগুণ বেডে়ছে৷ নিয়ন্ত্রিত অথচ স্থিতিশীল ব্যবসা করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক৷ ব্রোকারেজ ফার্মগুলির কথায়, ব্যালেন্স শিটকে উল্লেখ্যযোগ্যভাগে শক্তিশালী করার চেষ্টা করে গিয়েছে এসবিআই৷ যে কারণে বাড়ছে এর স্টকের দাম৷

চলতি বছরে এসবিআইয়ের শেয়ারের মূল্য ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ২০২৪-র শুরু থেকে এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি শেয়ার দাম ৮০ শতাংশ বেডে়ছে৷ এর মধ্যে ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে সরকারি ব্যাঙ্কের স্টকের দর৷