দিল্লি-পাঞ্জাবে আসন সমঝোতা নিয়ে আপ প্রধানকে ফোন রাহুলের
দিল্লি, ১৫ ফেব্রুয়ারি– ‘ইন্ডিয়া’ জোট থেকে প্রায়ই কোন না কোন দল বেরিয়ে যাওয়ার ঘোষণা করছে৷ যদিও প্রথম সূচনা করে দিল্লির আম আদমি পার্টি৷ তারপর বাংলার তৃণমূল সরকার৷ সব থেকে বড় ধাক্কা দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ পাঞ্জাবে আসন সমঝোতা হবে না তা আগেই জানিয়ে দিয়েছে আপ৷ দিল্লিতে কংগ্রেসকে একটি আসন ছাড়া যেতে পারে এবং গুজরাতেও তারা প্রার্থী দেবে, তাও জানিয়েছে৷ আর আম আদমি পার্টির এই একের পর এক ঘোষণায় বিচলিত কংগ্রেস নেতৃত্ব৷ পরিস্থিতির বেগতিক বুঝতে পেরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজিরিওয়ালকে ফোন করলেন রাহুল গান্ধি৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রায় ৩৫ মিনিট কথা হয় বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি৷ সূত্রের খবর, রাহুল দিল্লির মুখ্যমন্ত্রীকে বলেন, আলোচনার দরজা বন্ধ করবেন না৷ নতুন করে আলোচনা শুরু হোক৷ কিন্ত্ত কংগ্রেস নেতাকে হতাশ করেছে কেজরিওয়ালের জবাব, এমনটাই কংগ্রেস সূত্রের খবর৷ দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, অনেক দেরি হয়ে গিয়েছে৷ আম আদমি পার্টির নেতা-কর্মীরা ময়দানে নেমে পডে়ছেন৷ পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ক’দিন আগেই ঘোষণা করেন, তাঁরা কোনও আসন সমঝোতায় নেই৷ এরপরই দিল্লি ও গুজরাতের আপ নেতৃত্বও কার্যত কংগ্রেসের সঙ্গে আসন বোঝাপড়া নসাৎ করে দেয়৷
দিল্লি, গুতরাত ও বাংলার এই সিদ্ধান্তের পর ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে চরম সমস্যায় পডে়ছে কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার রাস্তা বন্ধ করে দিয়েছে৷ তবে আপের ক্ষেত্রে কংগ্রেসের চাইতে বামের কদর বেশি৷ দিল্লির কংগ্রেস নেতৃত্ব চাইলেও রাজ্য নেতারা কংগ্রেসের পরিবর্তে বামেদের সঙ্গে বোঝাপড়া করতেই বেশি আগ্রহী৷
জানা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে রাহুল নতুন করে আলোচনা শুরুর আর্জি জানান৷ তিনি বলেন, আপ একতরফা সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে৷ দিল্লির বিষয়ে আপের বক্তব্য, রাজধানীর একটি আসনও কংগ্রেসের পাওয়ার কথা নয়৷ অতীতের ভোটের অঙ্কে দেখা যাচ্ছে খুব বেশি হলে একটি আসন ছাড়া যেতে পারে৷ কংগ্রেস সেখান থেকে জিতে আসতে পারবে কি না তা নিয়েও সংশয় আছে৷
অন্যদিকে, গুজরাতে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়েও থাবা বসাতে চাইছে আপ৷ একাধিক আসনে তারা প্রার্থী দেবে বলে ঠিক করেছে৷ এরমধ্যে ভারুচ আসনটি নিয়ে তীব্র মতভেদ দেখা দিয়েছে৷ ওই আসনে দলের জয় নিশ্চিত, দাবি কংগ্রেসের৷ দল সেখানে প্রয়াত নেতা আহমেদ প্যাটেলের মেয়েকে প্রার্থী করতে চায়৷ অন্যদিকে, আপের দাবি, ভারুচ তাদের জন্যও নিরাপদ আসন৷