বিজেপির দাবি, বিকল্প পরিকল্পনা প্রস্তুত
চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি– উত্তরের বেশ কয়েকটি রাজ্যে যেখানে কংগ্রেসে ভাঙণ অব্যাহত সেখানে দক্ষিণে আবার বিপদ সংকেত দেখা দিল বিজেপির জন্য৷ উত্তর ভারতে গড়গড়িয়ে চলছে বিজেপির বিজয়রথ৷ কিন্ত্ত দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি গেরুয়া শিবির৷ এবার জোট রাজনীতিতেও ধাক্কা খেল বিজেপি৷ তামিলনাড়ুতে বিজেপির দীর্ঘদিনের ‘বন্ধু’ হিসেবে পরিচিত এআইএডিএমকে সাফ জানিয়ে দিল, তারা বিজেপির সঙ্গে আর জোট করবে না৷ সম্পর্কে তিক্ততার কেন্দ্রবিন্দু তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই৷
দক্ষিণের ‘বন্ধু’র এই জোট ত্যাগ যে লোকসভার ফলাফলে বিপদে ফেলতে পারে আসলে তা ভালোভাবেই জানে বিজেরি কেন্দ্রীয় কমিটি৷ লোকসভায় জোট শরিকদের সঙ্গে নিয়ে ৪০০ আসন পেরোনোর লক্ষ্যমাত্রা তখন অধরাও থেকে যেতে পার গেরুয়া শিবিরের কাছে৷ আর লক্ষ্যে পৌঁছতে হল তামিলনাড়ুর ৩৯ আসনে ভালো ফল করতেই হবে৷ কারণ উত্তর এবং পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যেই বিজেপি ২০১৯-এ প্রায় ৯০ শতাংশ আসন জিতেছিল৷ ফলে সেখানে আসন বাড়ার বিশেষ অবকাশ নেই৷ যেটুকু আসন বাড়ানোর সেটা বাড়াতে হবে দক্ষিণ ভারতেই৷
এআইএডিএমকে সাফ না বলার পাশাপাশি বিজেপির সঙ্গে জোট সম্ভাবনায় ইতি টেনেছে জয়ললিতার দল৷ তবে বিজেপি অবশ্য বলছে, বিকল্প পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে তাঁরা৷ তামিলনাড়ুর অন্য ছোট দলগুলির সঙ্গে জোট করে এনডিএ হিসাবেই সে রাজ্যে লড়বে তাঁরা৷ আর তাতে ভালো ফলও করবে৷
গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গ ছাড়ে এআইএডিএমকে৷ আসলে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি কে আন্নামালাই৷ আবার এআইএডিএমকের আইকন জয়ললিতা সম্পর্কেও কুকথা বলেন তিনি৷ আবার আন্নামালাইয়ের নেতৃত্বে গত কয়েক মাসে বহু এডিএমকে নেতা যোগ দিয়েছেন বিজেপিতে৷ সব মিলিয়ে গত কয়েক মাসে তলানিতে দুই দলের সম্পর্ক৷ কিন্ত্ত বিজেপি এখন চাইছে তলানিতে চলে যাওয়া সেই সম্পর্ক শুধরে নিতে৷
তামিলনাড়ুতে এমনিতে বিজেপির বিশেষ শক্তি নেই৷ এআইএডিমকের সঙ্গে জোট বেঁধে গত লোকসভায় লড়ে গেরুয়া শিবির৷ এবারও সেই জোট পুনরুদ্ধার করতে চাইছে৷ সেই লক্ষ্যে সপ্তাহ দুয়েক আগে থেকে এডিএমকের সঙ্গে ফের আলোচনা শুরু করেছে বিজেপি৷ কিন্ত্ত এআইএডিএমকে নেতা পালানীস্বামী সাফ জানিয়ে দিয়েছেন, “আমরা গত বছরের সেপ্টেম্বরে বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করেছি৷ তার পর থেকে, অনেকে গুজব ছড়াচ্ছে যে আমরা পরোক্ষ ভাবে বিজেপির সঙ্গে জোটে আছি৷ তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে জানাচ্ছি, এনডিএতে ফেরার কোনও প্রশ্ন নেই৷”