• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোদির রাজ্যে বিজেপির প্রার্থী নাড্ডা, মহারাষ্ট্র থেকে ‘হাত ত্যাগী’ চহ্বান

ভদোদরা, ১৪ ফেব্রুয়ারি– বুধবার গুজরাট ও মহারাষ্ট্র থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ সেই তালিকায় থেকে জানা যাচ্ছে, মোদির রাজ্য গুতরাত থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সদ্য কংগ্রেস ত্যাগী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকে তার রাজ্য মহারাষ্ট্র থেকেই প্রার্থী করছে গেরুয়া শিবির৷ গত সোমবারই কংগ্রেস ত্যাগ করে মঙ্গলবার যোগ

ভদোদরা, ১৪ ফেব্রুয়ারি– বুধবার গুজরাট ও মহারাষ্ট্র থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ সেই তালিকায় থেকে জানা যাচ্ছে, মোদির রাজ্য গুতরাত থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সদ্য কংগ্রেস ত্যাগী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকে তার রাজ্য মহারাষ্ট্র থেকেই প্রার্থী করছে গেরুয়া শিবির৷ গত সোমবারই কংগ্রেস ত্যাগ করে মঙ্গলবার যোগ দিয়েছিলেন বিজেপিতে চহ্বান ৷  সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকেও সে রাজ্য থেকে প্রার্থী করা হয়েছে৷
মোদিরাজ্যের বাকি তিনটি আসনের জন্যও নামপ্রকাশ করেছে কেন্দ্রের শাসকদল৷ তাঁরা হলেন, গোবিন্দভাই ঢোলকিয়া, মায়াঙ্কভাই নায়েক ও যশবন্ত সিং সালাম সিং পরমার৷ মহারাষ্ট্রের অন্য দুটি আসনের জন্য মেধা কুলকার্নি ও অজিত গোপচড্ডেকে প্রার্থী করেছে বিজেপি৷ বলে রাখা ভালো, লোকসভা ভোট শিয়রে৷ তার আগেই দেশের ১৫টি রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন৷ গত জানুয়ারি মাসেই এই ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও৷ জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি এই ৫৬টি আসনের ভোটগ্রহণ হবে৷ এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল৷ আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল৷ পশ্চিমবঙ্গ ছাড়াও যে সব রাজ্যগুলোতে ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওডি়শা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ৷