• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে এলোপাথাড়ি পাথরবৃষ্টি!

অযোধ্যা, ১৩ ফেব্রুয়ারি– রবিবার অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে সুরাত থেকে রওনা দিয়েছিল৷ সোমবার সেটি মহারাষ্ট্রে এসে পৌঁছলে এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ৷ যদিও এই ঘটনায় কেউ আহত হননি৷ কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি৷ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ৷জানা গিয়েছে, রবিবার সুরাটের বিজেপি বিধায়ক তথা

অযোধ্যা, ১৩ ফেব্রুয়ারি– রবিবার অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে সুরাত থেকে রওনা দিয়েছিল৷ সোমবার সেটি মহারাষ্ট্রে এসে পৌঁছলে এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ৷ যদিও এই ঘটনায় কেউ আহত হননি৷ কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি৷ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ৷জানা গিয়েছে, রবিবার সুরাটের বিজেপি বিধায়ক তথা রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ পতাকা নাড়িয়ে ট্রেনটির সূচনা করেন৷ এর পর রাত ৮টা নাগাদ সেটি সুরাত থেকে রওনা দেয়৷ রাত পৌনে ১১টা নাগাদ ট্রেনটি মহারাষ্ট্রের নন্দুবার স্টেশনে পৌঁছলে গণ্ডগোল শুরু হয়৷ যাত্রীরা বুঝতে পারেন কয়েকজন ট্রেনে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরপিএফকে৷ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছন আরপিএফ জওয়ানরা৷ তাঁরা যাত্রীদের বয়ান রেকর্ড করেন৷
সূত্রের খবর, অযোধ্যাগামী আস্থা স্পেশাল ২২ কোচের ট্রেনটিতে মোট ১৩৪৪ জন যাত্রী ছিলেন৷ এনিয়ে দর্শনা জারদোশ জানিয়েছেন, “আমাদের কাছে আস্থা স্পেশাল ট্রেনে হামলার খবর এসেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ট্রেনটি মূলত বিশ্ব হিন্দু পরিষদ ও সুরাটের রাম প্রতিষ্ঠার সদস্যদের জন্য ভাড়া করা হয়েছিল৷”