• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শেষ হাসি নীতীশেরই, ফাঁকা বিধানসভায় ১২৯ আস্থা ভোটে বিজয়ী

পটনা: রাজনৈতিক অস্থিরতা কাটল বিহারে৷ বা বলা ভালো ফাঁকা মাঠে গোল দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ যদিও ফাঁকা মাঠে গোল দিয়ে তিনি জিতেও গেলেন৷ সোমবার বিহার বিধানসভায় আস্থা ভোটে জিতল নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার৷  আস্থাভোটের আগেই কক্ষত্যাগ করেন বিহার বিধানসভার স্পিকার৷ তারপর বেরিয়ে যান রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস এবং বাম দলের বিধায়করা৷ তারপরে ১২৯টি

পটনা: রাজনৈতিক অস্থিরতা কাটল বিহারে৷ বা বলা ভালো ফাঁকা মাঠে গোল দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ যদিও ফাঁকা মাঠে গোল দিয়ে তিনি জিতেও গেলেন৷ সোমবার বিহার বিধানসভায় আস্থা ভোটে জিতল নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার৷  আস্থাভোটের আগেই কক্ষত্যাগ করেন বিহার বিধানসভার স্পিকার৷ তারপর বেরিয়ে যান রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস এবং বাম দলের বিধায়করা৷ তারপরে ১২৯টি ভোট পড়ে এনডিএ জোটের পক্ষে৷ নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে আস্থা ভোটে জয় পেলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ৷ তাঁর পক্ষে ভোট দিলেন লালুপ্রসাদ যাদবের দলের তিন বিধায়কও৷
ভোটের পর বক্তৃতা পেশ করতে উঠে নীতীশকে লাগাতার আক্রমণ করেন তেজস্বী৷ কটাক্ষ করে বলেন, “নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন, তাই নীতীশকে অভিনন্দন৷ কিন্ত্ত খারাপ লাগছে জেডিইউ বিধায়কদের কথা ভেবে৷ কয়েকদিন আগেই যাদের বিরোধিতা করছিলেন আজ তাঁদের হাতই ধরতে হচ্ছে৷”
ভোটদানের আগেই অবশ্য তেজস্বী যাদব বলেছিলেন ‘খেলা হবে’৷ তবে, সংখ্যাগরিষ্ঠতা লাভের অঙ্ক হাতে নেই, তা স্পষ্ট হতেই সেই উদ্যোগ থেকে সরে এসেছিল মহাগঠবন্ধন৷ উপরন্ত আস্থা ভোটের দিন ঘর ভেঙেছে আরজেডির৷ তাদের তিন সাংসদ এদিন শুরু থেকেই এনডিএ সাংসদদের সঙ্গে বসেছিলেন৷ তাঁরা তিনজনই আস্থায় প্রস্তাবের পক্ষে ভোট দেন৷
প্রসঙ্গত, সম্প্রতি মহাগঠবন্ধন সরকার ছেডে় ফের এনডিএ জোটে যোগ দিয়েছেন নীতীশ কুমার৷ আগের সরকার থেকে ইস্তফা দিয়ে বিজেপির সঙ্গে নতুন সরকার গঠন করেছেন৷ রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন৷ যার মধ্যে, চলতি মেয়াদেই তিনি তিন-তিনবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন৷ তাঁর সঙ্গে বর্তমান সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির বিজয়কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী৷