• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

হাওড়ায় আজ ৪৭টি ট্রেন বাতিল করা হয়েছে

হাওড়া, ১১ ফেব্রুয়ারি: হাওড়া ইয়ার্ড ও লিলুয়া সেকশনে জরুরি ভিত্তিতে রেল লাইনের সংস্কার কাজ চলছে। সেজন্য আজ, রবিবার হাওড়া ডিভিশনে বাতিল করা হল ৪৭টি লোকাল ট্রেন। ফলে আজ ছুটির দিনে ভোগান্তি বাড়বে নিত্য যাত্রী সহ উইকেন্ডে যাওয়া যাত্রীদেরও। এদিন হাওড়া-লিলুয়া রুটে ২৮টি ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, ব্যান্ডেল-কাটোয়া সেকশনে একটি সাবওয়ে নির্মাণের কাজ চলছে। আজ

হাওড়া, ১১ ফেব্রুয়ারি: হাওড়া ইয়ার্ড ও লিলুয়া সেকশনে জরুরি ভিত্তিতে রেল লাইনের সংস্কার কাজ চলছে। সেজন্য আজ, রবিবার হাওড়া ডিভিশনে বাতিল করা হল ৪৭টি লোকাল ট্রেন। ফলে আজ ছুটির দিনে ভোগান্তি বাড়বে নিত্য যাত্রী সহ উইকেন্ডে যাওয়া যাত্রীদেরও। এদিন হাওড়া-লিলুয়া রুটে ২৮টি ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, ব্যান্ডেল-কাটোয়া সেকশনে একটি সাবওয়ে নির্মাণের কাজ চলছে। আজ এই শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। যার জেরে এই রুটে বাতিল থাকবে করা হয়েছে আরও ১৯টি লোকাল ট্রেন। সব মিলিয়ে এই ডিভিশনে আজ ৪৭টি ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল থাকা ট্রেনের নম্বরগুলি হল:
হাওড়া থেকে – ৩৭২১১, ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৭, ৩৭২১৯, ৩৭৮১১, ৩৭৮১৭, ৩৭৮১৯, ৩৭৩০৩, ৩৭৩০৭, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৯১১, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭২৩৫।

ব্যান্ডেল থেকে – ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০, ৩৭৭৪৫, ৩৭৭৪৭, ৩৭৭৪৯।

এছাড়াও বর্ধমান, তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর, গুড়াপ থেকে মেইন ও কর্ড লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে।