• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৫০ লক্ষ টাকায় খুনের ‘সুপারি’, চিঠি পেয়েই নিরাপত্তার আর্জি ভুজবলের

মুম্বই, ১০ ফেব্রুয়ারি– ফের তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি৷ শুক্রবারই শিবসেনার এক নেতাকে ফেসবুক লাইভ চলাকালীন গুলি মেরে হত্যা করা হয়৷ সেইদিনই আবার হুমকি চিঠি এসেছে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপির অজিত পওয়ার গোষ্ঠীর নেতা ছগন ভুজবলের কাছে৷ চিঠিতে লেখা, পাঁচ জন ‘সুপারি কিলার’কে ৫০ লক্ষ টাকার বরাত দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য! এই চিঠি পাওয়ার পরই

মুম্বই, ১০ ফেব্রুয়ারি– ফের তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি৷ শুক্রবারই শিবসেনার এক নেতাকে ফেসবুক লাইভ চলাকালীন গুলি মেরে হত্যা করা হয়৷ সেইদিনই আবার হুমকি চিঠি এসেছে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপির অজিত পওয়ার গোষ্ঠীর নেতা ছগন ভুজবলের কাছে৷ চিঠিতে লেখা, পাঁচ জন ‘সুপারি কিলার’কে ৫০ লক্ষ টাকার বরাত দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য! এই চিঠি পাওয়ার পরই মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত) জোট সরকারের কাছে ভুজবলের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন জানানো হয়েছে দলের নাসিক জেলা শাখার তরফে৷

প্রসঙ্গত, মন্ত্রী ভুজ বলেন নাসিকের দফতরেই ওই হুমকি চিঠি এসেছে বলে অভিযোগ৷ অনগ্রসর (ওবিসি) জনগোষ্ঠীর নেতা ভুজবল সম্প্রতি প্রকাশ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে মরাঠা জনগোষ্ঠীর সংরক্ষণের দাবির বিরোধিতা করেছিলেন৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খুনের হুমকির সঙ্গে ওই ঘটনার সম্পর্ক থাকতে পারে৷

একদা শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন ভুজবল৷ বালাসাহেব তাঁকে মুম্বইয়ের মেয়র করেছিলেন৷ কিন্ত্ত উদ্ধবের সঙ্গে মতবিরোধের কারণে নব্বইয়ের দশকের গোড়ায় কংগ্রেসে যোগ দেন তিনি৷ ১৯৯৯ সালে শরদ পওয়ার কংগ্রেস ছেডে় এনসিপি গড়ার সময় ভুজবলও তার সঙ্গী ছিলেন৷ এনসিপি পরিষদীয় নেতা হিসাবে কংগ্রেসের সঙ্গে জোট সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি৷ গত বছর জুলাইয়ে ভাইপো অজিত কাকা শরদের দল ভেঙে বিজেপি-শিন্ডেসেনার সঙ্গে হাত মেলানোর সময় থেকেই ভুজবল তাঁর সঙ্গী৷