• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোদির ২ঘণ্টার কথায় ৫৭ শতাংশ লাফাল এলআইসি

দিল্লি, ৮ ফেব্রুয়ারি–  মাত্র ২ ঘণ্টা ১৩ মিনিটের ভাষণ৷ আর তাতেই তুঙ্গে উঠেছিল ভারতীয় শেয়ার বাজারের দর৷ ১০ অগস্ট সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ২ ঘণ্টা ১৩ মিনিটের ভাষণে বলেছিল ভারতীয় শেয়ার বাজার ও বিনিয়োগের নানা কথা৷ দেশবাসীকে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি৷ এই বক্তৃতার ৬ মাস কেটে গিয়েছে৷ তবে প্রধানমন্ত্রীর ওই

দিল্লি, ৮ ফেব্রুয়ারি–  মাত্র ২ ঘণ্টা ১৩ মিনিটের ভাষণ৷ আর তাতেই তুঙ্গে উঠেছিল ভারতীয় শেয়ার বাজারের দর৷ ১০ অগস্ট সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ২ ঘণ্টা ১৩ মিনিটের ভাষণে বলেছিল ভারতীয় শেয়ার বাজার ও বিনিয়োগের নানা কথা৷ দেশবাসীকে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি৷ এই বক্তৃতার ৬ মাস কেটে গিয়েছে৷ তবে প্রধানমন্ত্রীর ওই বক্তব্য যে কতটা জোরদার ও তাৎপর্যপূর্ণ, তার প্রমাণ এখনও পাওয়া যাচ্ছে৷ তবে সেদিন মোদি শুধু শেয়ারে বিনিয়োগের পরামর্শই দেন নি৷ কয়েকটি সংস্থার নাম উঠে এসেছিল তাঁর সেদিনের ভাষণে৷ আর তারপর দেখে কে? হু হু করে বেডে়ছে ওই সংস্থাগুলির শেয়ার দর৷
প্রধানমন্ত্রী মোদি সেদিন তাঁর ভাষণে আশ্বস্ত করেছিলেন দেশের বিনিয়োগকারীদের৷ সরকারি সংস্থার শেয়ারে বিনিয়োগ যে লাভজনক হবে, সেই ভরসাও দিয়েছিলেন তিনি৷ ওই ভাষণেই তিনি উল্লেখ করেছিলেন বিমা সংস্থা এলআইসি ও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের নাম৷ এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুই সংস্থাকে৷ বিগত ৬ মাস ধরেই হু হু করে চড়ছে এলআইসি ও হ্যালের শেয়ার দর৷
গত বছরের অগস্ট মাসে যখন প্রধানমন্ত্রী মোদি বক্তব্য রেখেছিলেন, তখন এলআইসির শেয়ার মূল্য ছিল ৬৫৫ টাকা৷ বর্তমানে এলআইসি-র শেয়ার দর ১০২৯ টাকা৷ অর্থাৎ বিগত ৬ মাসে এলআইসির শেয়ার দর ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ হ্যালের শেয়ারে দুর্দান্ত রিটার্ন-প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে আরেকটি যে রাষ্ট্রায়ত্ব সংস্থার উল্লেখ ছিল, সেটি হল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড৷ গত বছরের অগস্ট মাসে হ্যালের শেয়ার দর ছিল ১৮৭৬ টাকা৷ বিগত ৬ মাসে এই শেয়ারের দাম বেডে় দাঁডি়য়েছে ২৯৩৩ টাকা৷ অর্থাৎ হ্যালের শেয়ারও ৫৬ শতাংশের বেশি বেডে়ছে৷ হ্যালের শেয়ারে যারা বিনিয়োগ করেছিলেন, তারা ১০০০ টাকারও বেশি রিটার্ন পেয়েছেন৷
তবে শুধু এলআইসি বা হ্যাল-ই এই তালিকায় নেই আছে ৫৬টি সরকারি সংস্থার শেয়ার৷ যাদের ব্যাপক বৃদ্ধি হয়েছে বিগত ৬ মাসে৷ প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি হয়েছে এইসব সংস্থার শেয়ারে৷ সব মিলিয়ে ২৩.৭ লক্ষ কোটি টাকার লাভ হয়েছে এইসব সংস্থার শেয়ারে৷ যেমন এনবিসিসি সংস্থার শেয়ারের দাম ছিল ৪৮ টাকা৷ মাত্র ৬ মাসেই সেই সংস্থার শেয়ারের দাম বেডে় ১৬০ টাকায় পৌঁছেছে৷রেল বিকাশ নিগম, আইআরসিটিসি, এমএমটিসি, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইরকন, এনএইচপিসির মতো সংস্থাগুলির শেয়ার দরও ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে৷