• facebook
  • twitter
Friday, 20 September, 2024

জয়ললিতার দলেও পদ্ম ছাপ, একঝাঁক এডিএমকে নেতা বিজেপিতে

চেন্নাই, ৭ ফেব্রুয়ারি– লোকসভা ভোটে এবার দক্ষিণ বিজয়ের স্বপ্নে দৌড় শুরু করেছে মোদি সরকার৷ ‘মিশন ৪০০’ পুরো করতে  দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলির রাজনৈতিক দলগুলিকে গেরুয়া রঙে রাঙাতে মোদি-অমিত শাহের বিশেষ কৌশল৷ সেই কৌশলে এবার পাখির চোখ দাক্ষিণাত্যের বৃহত্তম রাজ্য তামিলনাড়ু৷ সেখানে দ্রুত সংগঠন বাড়াতে অপারেশন লোটাসই বিজেপি প্রধান হাতিয়ার৷ সোমবার সে রাজ্যের প্রধান বিরোধী দল

চেন্নাই, ৭ ফেব্রুয়ারি– লোকসভা ভোটে এবার দক্ষিণ বিজয়ের স্বপ্নে দৌড় শুরু করেছে মোদি সরকার৷ ‘মিশন ৪০০’ পুরো করতে  দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলির রাজনৈতিক দলগুলিকে গেরুয়া রঙে রাঙাতে মোদি-অমিত শাহের বিশেষ কৌশল৷ সেই কৌশলে এবার পাখির চোখ দাক্ষিণাত্যের বৃহত্তম রাজ্য তামিলনাড়ু৷ সেখানে দ্রুত সংগঠন বাড়াতে অপারেশন লোটাসই বিজেপি প্রধান হাতিয়ার৷ সোমবার সে রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকের একঝাঁক নেতাকে যোগদান করিয়ে সেই বার্তাই দেওয়া হল৷
সোমবারের ধারা অব্যাহত রেখেই বুধবার দুই কেন্দ্রীয় মন্ত্রী, রাজীব চন্দ্রশেখর এবং এল মুরুগানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন এডিএমকে ১৫ জন প্রাক্তন বিধায়ক৷ সেই সঙ্গে প্রয়াত জয়ললিতার দলের এক প্রাক্তন সাংসদও পদ্ম-শিবিরে শামিল হয়েছেন৷ বিজেপিতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন, কে ভেদিভেল, এমভি রত্নম, আর চিন্নাস্বামী এবং পিএস কান্দস্বামীর মতো দ্রাবিড় রাজনীতির পরিচিত মুখেরা৷
২০১৯ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুতে বিজেপি এবং এডিএমকে জোট বেঁধে লডে়ছিল৷ কিন্ত্ত সে রাজ্যের ৩৯টির মধ্যে তারা পেয়েছিল মাত্র একটি৷ ৩৮টি গিয়েছিল ডিএমকে-কংগ্রেস-বাম এবং আরও কয়েকটি ছোট আঞ্চলিক দলকে নিয়ে গঠিত বিরোধী জোটের ঝুলিতে৷ বিজেপির সঙ্গে মতবিরোধের কারণে গত বছরের সেপ্টেম্বরে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেছেন এডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এন পলানীস্বামী৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, নতুন পরিস্থিতিতে ডিএমকে-এডিএমকে-র দ্রাবিড় রাজনীতির দুই বৃহৎ শক্তিকে বাদ দিয়ে অন্য দ্রাবিড় দলগুলিকে নিয়ে জোট করতে পারে বিজেপি৷ সে ক্ষেত্রে সদ্যপ্রয়াত চিত্রতারকা বিজয়কান্তের দল ডিএমডিকের পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহিষ্কৃত এডিএমকে নেতা ও পন্নীরসেলভমের নেতৃত্বাধীন গোষ্ঠী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অম্বুমণি রামাডসের দল পিএমকের নাম নিয়ে জল্পনা রয়েছে৷ আলোচনায় রয়েছে, একদা প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গিনী শশীকলার ভাইপো প্রাক্তন এডিএমকে প্রধান টিটিভি দীনকরণের দল এএমএমকে-ও৷
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে,  গত বছরের ২৭ মে, নতুন সংসদ ভবন উদ্বোধনের আগের রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’ তুলে দিয়েছিলেন তামিল অধিনমের সদস্যেরা৷ দেশের স্বাধীনতার পর ব্রিটিশদের থেকে ক্ষমতা হস্তান্তরের প্রতীক ওই স্বর্ণদণ্ড সেঙ্গোল৷ যাকে নতুন সংসদভবনে স্থাপন করে মোদি দ্রাবিড় আবেগ ছোঁয়ার চেষ্টা করেছিলেন বলেই মনে করেছিলেন অনেকে৷ যার অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল তামিলভূমে জমি তৈরি করা৷