বেঙ্গালুরু, ৫ ফেব্রুয়ারি– দ্রুত অফিস বা দূরে কোথাও পেঁৗছতেট্যাক্সি বা ক্যাবই সাধরণত আমাদের ভরসা৷ রাস্তায় বা স্ট্যান্ডে দাঁডি়য়ে ট্যাক্সির অপেক্ষা করার ক্ষেত্রে অনলাইনে ক্যাব বুক করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অধিকাংশ৷ তবে অনেক সময়ই দেখা যায়, এমনি ট্যাক্সি ও অনলাইনে বুক করা ক্যাবের ভাড়ায় বিস্তর তফাত৷ আবার ভিড় বেশি থাকলে বা উৎসবের মরশুমে ক্যাব-ট্যাক্সি অতিরিক্ত ভাড়া নেয়৷ তবে আর নয়৷ সরকার ভাড়া বেঁধে দিল সমস্ত ট্যাক্সি-ক্যাবের৷
অনলাইন ও অফলাইন- দুই ক্ষেত্রেই চালকদের এই ভাড়া মেনেই চলতে হবে৷ যাত্রীদের সুবিধা ও অতিরিক্ত ভাড়ায় লাগাম টানতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে৷ রবিবার কর্নাটক সরকারের তরফে ক্যাব-ট্যাক্সির ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়৷ ওলা-উবারের মতো অ্যাপ ভিত্তিক ক্যাব থেকে শুরু করে শহরে চলা এমনি ট্যাক্সি- সকলকেই এই নির্দিষ্ট ভাড়া মেনেই গাডি় চালাতে হবে৷ ট্যাক্সি বা ক্যাবগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে৷ তার উপরে ভিত্তি করেই ট্যাক্সির ভাড়া নির্ধারণ করা হয়েছে৷ ভাড়ার কাঠামো-কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছো, যে গাডি়র দাম ১০ লক্ষ বা তার কম, সেই ক্যাবে প্রথম ৪ কিলোমিটারের ভাড়া হবে ১০০ টাকা৷ এরপর প্রতি কিলোমিটারে ২৪ টাকা করে চার্জ লাগবে৷ অর্থাৎ যদি আপনি ট্যাক্সি বা অনলাইনে বুক করা ক্যাবে ৬ কিলোমিটার যাত্রা করেন, তবে আপনাকে ১৪৮ টাকা ভাড়া দিতে হবে৷
মূলত অফিস টাইমে বা উৎসবের দিনগুলিতে অ্যাপ ক্য়াবগুলি অতিরিক্ত ভাড়া চার্জ করত৷ তবে এখন প্রবণতা এমন দাঁডি়য়ে গিয়েছে যে ছিঁটে-ফোটা বৃষ্টি পড়লেও অতিরিক্ত ভাড়া নেয় ক্যাব৷ তাদের দেখাদেখি সাধারণ ট্যাক্সিগুলিও বেশি ভাড়া চায়৷গভীর রাতে ট্যাক্সি বা ক্যাবে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত চার্জের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কর্নাটক সরকার৷ তবে রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে মোট ভাড়ার উপরে ১০ শতাংশ অতিরিক্ত ফি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷যাত্রীদের জন্য যদি ক্যাব বা ট্য়াক্সিকে অপেক্ষা করতে হয়, তবে প্রথম ৫ মিনিট অপেক্ষা করার জন্য় কোনও চার্জ লাগবে না৷ এরপরে প্রতি মিনিটে ১ টাকা করে চার্জ লাগবে৷ যাত্রীদের কাছ থেকে ৫ শতাংশ জিএসটি ও টোল চার্জও নিতে পারবে ক্যাব-চালকরা৷