• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নীতিগত কারণে মলয় ঘটকের মামলা শুনতে নারাজ বিচারপতি দীপঙ্কর দত্ত

দিল্লি, ৫ ফেব্রুয়ারি– তিনি নিজে কলকাতা হাই কোর্টে বিচারপতি ছিলেন৷ তাই রাজ্যের আইনমন্ত্রীর মামলা তাঁর শোনা উচিত নয়৷ বিচারপতি দীপঙ্কর দত্ত এমন কারণ দেখিয়েই প্রধান বিচারপতিকে জানালেন তিনি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের মামলা শুনবেন না৷ সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বারবার ইডি তলব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক৷ কিন্ত্ত নীতিগত কারণে মলয়

দিল্লি, ৫ ফেব্রুয়ারি– তিনি নিজে কলকাতা হাই কোর্টে বিচারপতি ছিলেন৷ তাই রাজ্যের আইনমন্ত্রীর মামলা তাঁর শোনা উচিত নয়৷ বিচারপতি দীপঙ্কর দত্ত এমন কারণ দেখিয়েই প্রধান বিচারপতিকে জানালেন তিনি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের মামলা শুনবেন না৷

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বারবার ইডি তলব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক৷ কিন্ত্ত নীতিগত কারণে মলয় ঘটকের মামলা শুনবেন না বলে জানিয়ে দিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত৷ কয়লা পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে ইডির নজরে আইনমন্ত্রী মলয় ঘটক৷ বহুবার তলব করা হয় তাঁকে৷ কখনও কলকাতায় রাষ্ট্রপতির সফর, কখনও কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির শপথগ্রহণ, কখনও আবার অসুস্থতার কারণে হাজির দেননি তিনি৷ কলকাতায় ইডির পূর্ণাঙ্গ দপ্তর থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লি ডাকা হচ্ছে, এই প্রশ্ন তুলে ও নতুন করে ইডিকে জানানোর মতো কিছু নেই, এই কথা জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হন মলয়৷ সেই সময় ইডিকে বলা হয়, মলয়কে তলব করতে হলে তাঁর সব কর্মসূচির কথা বিচার-বিবেচনা করে অন্তত ১৫ দিন আগে সমন পাঠাতে হবে৷ সেই মতো তলব করলেও হাজিরা দেননি মলয় ঘটক৷ ইমেল করে জানিয়েছিলেন ব্যস্ততার কথা৷ বারবার ইডি তলবের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক৷ কিন্ত্ত নীতিগত কারণে মলয় ঘটকের মামলা শুনবেন না বলে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত৷ কোন বিচারপতি এই মামলা শুনবেন তা এখনও জানা যায়নি৷