• facebook
  • twitter
Monday, 25 November, 2024

রামমন্দির নিয়ে বিবিসি-র পক্ষপাতিত্বের অভিযোগ ব্রিটিশ সাংসদের

লন্ডন, ৪ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের রামমন্দির নিয়ে বিবিসি-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। বিভ্রান্তিকর এই খবর প্রকাশের অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। তিনি বলেন, সংবাদসংস্থা বিবিসি তাদের খবরে দেখিয়েছে, অযোধ্যায় যেখানে মসজিদ ভাঙা হয়েছিল সেখানেই গড়ে উঠেছে রামমন্দির। এই খবর প্রকাশ নিয়েই ঘোরতর আপত্তি জানান ব্রিটিশ সাংসদ। তিনি বলেন, ‘বিবিসির এই খবর খুবই দুঃখজনক। ওরা

লন্ডন, ৪ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের রামমন্দির নিয়ে বিবিসি-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। বিভ্রান্তিকর এই খবর প্রকাশের অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। তিনি বলেন, সংবাদসংস্থা বিবিসি তাদের খবরে দেখিয়েছে, অযোধ্যায় যেখানে মসজিদ ভাঙা হয়েছিল সেখানেই গড়ে উঠেছে রামমন্দির। এই খবর প্রকাশ নিয়েই ঘোরতর আপত্তি জানান ব্রিটিশ সাংসদ।

তিনি বলেন, ‘বিবিসির এই খবর খুবই দুঃখজনক। ওরা পক্ষপাতিত্ব করছে। ওই জায়গাতে মসজিদ ছিল সেটা সত্যি। কিন্তু তার আগে দু’হাজার বছর ধরে সেখানেই মন্দিরও ছিল। মুসলিম পক্ষকে অযোধ্যাতেই পাঁচ একর জমিও দেওয়া হয়েছে। যাতে তাঁরা নতুন করে ওই শহরেই মসজিদ বানাতে পারে। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছে। গোটা বিশ্বের হিন্দুদের কাছে সেটা আনন্দের বিষয়।’ এই পক্ষপাতিত্ব মূলক খবর প্রকাশ নিয়েই সংসদে আলোচনার দাবি জানিয়েছেন ব্ল্যাকম্যান। এব্যাপারে তিনি ব্রিটেনের সমস্ত সাংসদদের অবহিত করেছেন।