আন্দোলনকারী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘ গতকাল একটি নোটিস আসে। বর্তমান জায়গায় বহুদিন আমরা আছি, যত্ন নেওয়া হচ্ছে না । তবে সরাসরি উঠে যেতে বলেননি । আদালতের নির্দেশে আমরা এই জায়গায় বসেছি । আমরা খোলা আকাশের নিচেই প্রয়োজনে এই আন্দোলন চালাব । তিনি বলেন, সরকারের উচিত ছিল অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসা , যাতে সমস্যার সমাধান হয়। ‘
মুখ্যমন্ত্রী গত দু’দিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে মঞ্চ করে ধরনা দিয়েছেন। তাঁর মঞ্চের বিপরীতে ধরনা দেওয়ার আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ । এই মর্মে সেনাবাহিনীকে চিঠিও দেওয়া হয়। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি । তার উপর শীতের সময় মাথার উপরের আচ্ছাদনও সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।