• facebook
  • twitter
Sunday, 22 September, 2024

চিনের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও পেটিএম ওপর নজর ‘বিশেষ কারণে’ নজর দেয়নি মোদি সরকার

দিল্লি, ১ ফেব্রুয়ারি– পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা বসতেই মোদি সরকারকে কাঠগড়ায় তুলল কংগ্রেস৷ বুধবার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এই সিদ্ধান্তের কথা জানার পরই কংগ্রেসের দাবি, চিনের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও বিজেপি সরকার নজরই দেয়নি সংস্থার উপর৷ মোদি সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ৷ সোশ্যাল মিডিয়ায় জয়রাম পোস্ট করে দাবি করেছেন, বিগত

দিল্লি, ১ ফেব্রুয়ারি– পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা বসতেই মোদি সরকারকে কাঠগড়ায় তুলল কংগ্রেস৷ বুধবার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এই সিদ্ধান্তের কথা জানার পরই কংগ্রেসের দাবি, চিনের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও বিজেপি সরকার নজরই দেয়নি সংস্থার উপর৷ মোদি সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ৷

সোশ্যাল মিডিয়ায় জয়রাম পোস্ট করে দাবি করেছেন, বিগত ১০ বছরে নরেন্দ্র মোদি সরকার ব্যাঙ্ক ব্যবস্থাকে পুরো শেষ করে দিয়েছে৷ চিনা যোগ আছে এমন এক সংস্থার দিকে কোনও নজরই দেওয়া হয়নি৷ সেই সংস্থায় ৩১ শতাংশ চিনা মালিকানা এবং ৭০০০ কোটি টাকারও বেশি চিনা বিনিয়োগ রয়েছে৷ এর আগে বড় জরিমানার সম্মুখীনও হয়েছে পেটিএম৷ তারপরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷
বুধবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না৷ ওয়ালেট, ফাস্টট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না৷ গোটা বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, এর আগে এই সংস্থাকে জরিমানার মুখে পড়তে হয়েছিল৷ কিন্ত্ত তারপরও সংস্থার গতিবিধির ওপর কেন্দ্র নজর রাখেনি৷

কংগ্রেস নেতা সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত বলেও উল্লেখ করেছেন৷ তাঁর কথায়, রিজার্ভ ব্যাঙ্ক যে নির্দেশ দিয়েছে তা সাধারণ মানুষের ওপর বিরাট প্রভাব ফেলবে৷ তাহলে কি মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত পেটিএমের সমর্থন করার পিছনে কোনও আলাদা কারণ আছে? প্রশ্ন তুলেছেন জয়রাম৷

এর আগে গত বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশে জানিয়ে দিয়েছিল যে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নতুন কোনও ক্রেতার খাতা খুলতে পারবে না৷ তার পরই এই নিষেধাজ্ঞা এল৷ এর অর্থ হল, পেটিএমের ব্যাঙ্কিং অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল রিজার্ভ ব্যাঙ্ক৷