• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

ভিআইপি রোডে বরের গাড়িতে আগুন

কলকাতা, ১ ফেব্রুয়ারি: শুভ কাজে যাত্রাপথে হঠাৎ অশুভ ঘটনা! খোদ কলকাতার বুকে বিয়েতে যাওয়ার পথে অগ্নিকাণ্ডের কবলে পড়ল বরের গাড়ি। গতকাল মাঝরাতে দমদম পার্কে ঘটে এই ঘটনা। যান্ত্রিক গোলযোগের কারণে বরের সাজানো গাড়িতে অকস্মাৎ আগুন লেগে যায়। ভিআইপি রোডের ওপর দাউদাউ করে জ্বলতে থাকে সেই গাড়ি। জানা গিয়েছে, এদিন বর পক্ষ উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টের দিকে

কলকাতা, ১ ফেব্রুয়ারি: শুভ কাজে যাত্রাপথে হঠাৎ অশুভ ঘটনা! খোদ কলকাতার বুকে বিয়েতে যাওয়ার পথে অগ্নিকাণ্ডের কবলে পড়ল বরের গাড়ি। গতকাল মাঝরাতে দমদম পার্কে ঘটে এই ঘটনা। যান্ত্রিক গোলযোগের কারণে বরের সাজানো গাড়িতে অকস্মাৎ আগুন লেগে যায়। ভিআইপি রোডের ওপর দাউদাউ করে জ্বলতে থাকে সেই গাড়ি।

জানা গিয়েছে, এদিন বর পক্ষ উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টের দিকে রওনা হয়েছিল। যাত্রাপথে আচমকা ঘটে এই ঘটনা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে পুলিশ ও স্থানীয় লোকজন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অবশেষে পাত্র ও তাঁর সঙ্গীরা অন্য গাড়িতে করে বিয়ের আসরে পৌঁছন।