• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জগন্নাথ সহায়, ঘুরে দাঁড়াতে চায় ফণির তাণ্ডবে বিধ্বস্ত পুরী

ফণীর স্মৃতিকে পিছনে ফেলে জগন্নাথ ধাম মেতেছে রথযাত্রায়। মানুষের আনন্দ দেখে মনেই হচ্ছে না কয়েক দিন আগে কী ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল এই সৈকত শহর।

পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। (Photo: IANS)

টানা বৃষ্টির মধ্যে গরমের প্যাচপ্যাচানি। ফণীর স্মৃতিকে পিছনে ফেলে জগন্নাথ ধাম মেতেছে রথযাত্রায়। মানুষের আনন্দ দেখে মনেই হচ্ছে না কয়েক দিন আগে কী ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল এই সৈকত শহর।

সামুদ্রিক ঘূর্ণি ঝড় ফণী আছড়ে পড়েছিল পুরীতে। প্রকৃতির সেই তাণ্ডবলীলার জের কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়েছে সৈকত শহর।

রথযাত্রার দিনে ফণীর রেশ কাটিয়ে উঠে সবাই সামিল হয়েছেন উৎসবে। রথযাত্রার দিনে লাখ লাখ মানুষের পদধূলিতে মুছে যাচ্ছে ধ্বংসস্তুপের চিহ্ন। ‘জয় জগন্নাথ’ বলে সর উঠছে সর্বত্র।

পুরীর রথযাত্রায় সামিল হতে ভিন রাজ্যের পর্যটকরা ভিড় জমিয়েছে পুরীতে। কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন সকাল থেকে। চারিপাশে জনকোলাহল।

প্রথা মেনে সব নিয়ম পালন করা হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। শতাব্দী প্রাচীন সব নিয়ম মানা হবে বলে জানা গেছে। পুরীর রাজা রথের রশিতে প্রথম টান দেবেন। সেখানে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা।

ভিড়ের চাপে দুর্ঘটনা এড়াতে তৈরি প্রশাসন। যেকোনও রকম নাশকতা মােকাবিলা রুখতে তৈরি নিরাপত্তা রক্ষীরা। সুরক্ষা বলয়ে গােটা মন্দির চত্বর ঘিরে রাখা হয়েছে।