• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

রাজনীতির ময়দানে ভাগ্য পরীক্ষায় বিজয়

চেন্নাই: দক্ষিণী তারকারা হয় পর্দায়, নয় রাজনীতির ময়দানে৷ যেন বাধাধরা ছবি৷ এই তালিকায় কে নেই রামারাও, জয়ললিতা থেকে শুরু করে রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণ৷ রাজনীতির ময়দানে নেমেছেন নিজেদের দল নিয়ে৷ এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন দক্ষিণী সুপাস্টার থলপতি বিজয়৷ সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ২০০ দলকর্মীকে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য বৈঠক সেরেছেন বিজয়৷ নায়কই হবেন

চেন্নাই: দক্ষিণী তারকারা হয় পর্দায়, নয় রাজনীতির ময়দানে৷ যেন বাধাধরা ছবি৷ এই তালিকায় কে নেই রামারাও, জয়ললিতা থেকে শুরু করে রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণ৷ রাজনীতির ময়দানে নেমেছেন নিজেদের দল নিয়ে৷
এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন দক্ষিণী সুপাস্টার থলপতি বিজয়৷ সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ২০০ দলকর্মীকে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য বৈঠক সেরেছেন বিজয়৷ নায়কই হবেন এই দলের সভাপতি৷ এখনও পর্যন্ত দলের নাম ঠিক করেননি দক্ষিণী তারকা৷
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের মাধ্যমে নিজের নতুন দল নিয়ে ভাগ্য পরীক্ষায় নামতে চাইছিলেন বিজয়৷ কিন্তু ভক্তদের জোরাজুরিতে তা পাল্টে ২০২৪ লোকসভাতেই নেমে পড়েছেন নির্বাচনে ময়দানে৷
রাজনীতিতে তার জনপ্রিয়তা কতটা হবে তা তো ভবিষ্যত বলবে কিন্তু বর্তমানে দক্ষিণে সিনেমার দৌলত‌ে তার জনপ্রিয়তা তুঙ্গে৷ প্রায় ৬৮টি তামিল ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করেছেন থলপতি বিজয়৷ প্রতিটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে৷ খুব অল্প সময়ের মধ্যেই নিজের ফ্যানবলয় তৈরি করেছেন নায়ক৷
তবে রাজনীতির ময়দানে ভাগ্য যাচাই করতে হঠাৎ করে নেমে পড়েননি বিজয়৷ আগে থেকেই চলছে প্রস্তুতি৷ গত বছর ডিসেম্বরে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যার সময় বিজয় ও তাঁর ফ্যান ক্লাব বন্যা কবলিত মানুষদের পাশে দাঁডি়য়ে ত্রান দেয়৷ উদ্ধার কাজও যোগ দিয়েছিলেন তাঁরা৷ তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে বিজয়ের ফ্যান ক্লাবের শীর্ষ পদে থাকা কয়েকজন ভোট দাঁডি়য়ে সফলতা পেয়েছিলেন৷ তামিলনাড়ুর থুথুকুডি়তে পুলিশের গুলিতে নিহত মানুষদের পাশে দাঁডি়য়ে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিজয়৷