• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১৫ জুলাই থেকে শুরু হচ্ছে সবচেয়ে কঠিন শ্রীখণ্ড মহাদেব যাত্রা

কুলুর নির্মান্দ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুট ওপরে অবস্থিত শ্রীখণ্ড মহাদেব যাত্রাই সবচেয়ে কঠিন তীর্থযাত্রা।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

চার ধাম নয়, দেশের সবচেয়ে কঠিন তীর্থপথ কিন্তু হিমাচল প্রদেশে। কুলুর নির্মান্দ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুট ওপরে অবস্থিত শ্রীখণ্ড মহাদেব যাত্রাই সবচেয়ে কঠিন তীর্থযাত্রা। আগামী ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের শ্রীখণ্ড মহাদেব যাত্রা। চলবে ২৫ জুলাই পর্যন্ত।

এই যাত্রাপথে প্রতি বছরই বেশ কিছু মানুষের মৃত্যু হয়। সে কথা মাথায় রেখেই এই বছর তীর্থযাত্রীদের জন্য বেশ কিছু নিয়মকানুন আনা হয়েছে। ফিট সার্টিফিকেট ছাড়া এই তীর্থযাত্রায় যাওয়ার অনুমতি পাওয়া যাবে না।

এছাড়া বরফে ঢাকা পাহাড়ি রাস্তায় হাঁটার উপযােগী জুতাে ছাড়াও যেতে দেওয়া হবে তীর্থযাত্রীদের। ১৫০ টাকা দিয়ে যাত্রার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য জায়গায় জায়গায় সুরক্ষা বাহিনী মােতায়েন করা হয়েছে। থাকছে মেডিকেল টিমও।

এই যাত্রা শুরু হয় সমুদ্রতল থেকে ৬ হাজার ফুট উচ্চতায়। শেষ হয় ১৯ হাজার ফুট উচ্চতায়। পাঞ্জাব, গুজরাত এবং মহারাষ্ট্র থেকেই আসেন বেশির ভাগ তীর্থযাত্রী। পাহাড়ের মাথায় এখানে রয়েছে ৭২ ফুটের শিবলিঙ্গ। বরফে ঢাকা দুর্গম পথ পেরিয়ে তবে পৌঁছতে হয় সেখানে।