• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি ইজরায়েলের

গাজা, ২৯ জানুয়ারি– ইজরায়েল-হামাস যুদ্ধের চার মাস হতে চলল৷ এই চারমাসে প্রথমবার রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের গাজায় প্রবেশের অনুমতি দিল ইজরায়েল৷ রবিবার সেদেশের তরফে জানানো হয়, ভূখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই ইজরায়েল অভিযোগ এনেছিল যে হামাসের হামলার সঙ্গে যুক্ত রয়েছে রাষ্ট্রসংঘের কর্মীরা৷ তার জেরে রাষ্ট্রসংঘে অনুদান দেওয়া বন্ধ করেছে আমেরিকা-সহ বেশ কয়েকটি

গাজা, ২৯ জানুয়ারি– ইজরায়েল-হামাস যুদ্ধের চার মাস হতে চলল৷ এই চারমাসে প্রথমবার রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের গাজায় প্রবেশের অনুমতি দিল ইজরায়েল৷ রবিবার সেদেশের তরফে জানানো হয়, ভূখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই ইজরায়েল অভিযোগ এনেছিল যে হামাসের হামলার সঙ্গে যুক্ত রয়েছে রাষ্ট্রসংঘের কর্মীরা৷ তার জেরে রাষ্ট্রসংঘে অনুদান দেওয়া বন্ধ করেছে আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ৷
জানা গিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রবিবার আমেরিকা ও কাতারের সঙ্গে বৈঠকে বসেছিল ইজরায়েল (Israel)৷ কিন্ত্ত পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে কোনও সদর্থক সমাধান মেলেনি সেই বৈঠকে৷ যদিও আগামী দিনে আবার যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইজরায়েল৷ তার মধ্যেই রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় (Gaza) যাওয়ার অনুমতি দিল বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন৷ তাদের তরফে বলা হয়, সাধারণ মানুষের কী প্রয়োজন সেটা খতিয়ে দেখতে গাজায় যেতেই পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা৷
প্যালেস্তিনীয়দের সাহায্য করতে ১৯৪৮ সাল থেকে কাজ করছে রাষ্ট্রসংঘের সংগঠন ইউএনআরডব্লুএ৷ গত শুক্রবার UNRWA কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনে ইজরায়েল৷ সেদেশের দাবি, গত ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ইউএনআরডব্লুএ৷