• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনে লালুর দলকে বিপাকে ফেলছেন নীতীশ

পাটনা, ২৯ জানুয়ারি-– ফের কুর্সিতে বসেছেন যাদের কৃপায় তাদের প্রতি আনুগত্য দেখাবেন না তা কি হয়? গেরুয়া শিবিরের দয়ায় ফের বিহারের মুখ্যমন্ত্রীত্ব পেয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার৷ আর তার বিনিময়ে প্রথম কাজ যেটা করলেন লালু শিবিরকে বিপদে ফেলতে আরজেডি নেতা তথা বিহার বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন৷ বিধানসভার সচিবের কাছে অবধ

পাটনা, ২৯ জানুয়ারি-– ফের কুর্সিতে বসেছেন যাদের কৃপায় তাদের প্রতি আনুগত্য দেখাবেন না তা কি হয়? গেরুয়া শিবিরের দয়ায় ফের বিহারের মুখ্যমন্ত্রীত্ব পেয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার৷ আর তার বিনিময়ে প্রথম কাজ যেটা করলেন লালু শিবিরকে বিপদে ফেলতে আরজেডি নেতা তথা বিহার বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন৷
বিধানসভার সচিবের কাছে অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস পাঠালেন বিজেপি এবং নীতীশের দল জেডিইউ-র একাধিক নেতা৷ রবিবার সকালে ইস্তফা দিয়ে বিকেলে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার৷ আজেডি-কংগ্রেসকে ছেডে় যোগ দিয়েছেন বিজেপির নেতৃত্বে এনডিএ জোটে৷ এর পর সোমবারই আরজেডি নেতা তথা বিহার বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা আনলেন বিজেপি নেতা নন্দ কিশোর যাদব, তারকিশোর প্রসাদ, এইচএএম প্রধান, প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি, জেডিইউ-র বিনয় কুমার চৌধুরী, রত্নেশ সাদা এবং এনডিএ জোটের অন্যান্য বিধায়করা৷ এই অনাস্থা প্রস্তাবের জেরে অবধ বিহারীর পদ ছাড়া একপ্রকার পাকা৷
এদিকে সোমবারেই ইডি দপ্তরে লালু প্রসাদ যাদবের হাজিরা নিয়েও নীতীশ এবং বিজেপির রাজনৈতিক অভিসন্ধী নিয়ে প্রশ্ন উঠছে৷  উল্লেখ্য, বারবার জোট বদলের কারণে নীতীশকে গতকাল ‘পাল্টুমার’, ‘গিরগিটি’, ‘আয়া রাম, গয়া রাম’ ইত্যাদি উপাধিতে ভূষিত করছে বিরোধীরা৷
এক বছর আগেই নীতীশ দাবি করেছিলেন, “মরে গেলেও ভবিষ্যতে বিজেপির জোটসঙ্গী হব না৷” কিন্তু তার বছর ঘুরতে না ঘুতেই ফের এই দলবদল৷ যদিও নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নীতীশ কুমার দাবি করেন, “এই শেষ৷ ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই৷” আরও বলেন, “যেখানে ছিলাম, সেখানেই ফিরে এলাম৷”