• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বনভোজনে গিয়ে বাস দুর্ঘটনায় মৃতু্য তিন পড়ুয়ার, আহত বহু

কটক, ২৭ জানুয়ারি– কোচিং সেন্টারের তরফে ৫০ জনের বেশি পড়ুয়া নিয়ে বনভোজনের উদ্দেশে রওনা দেওয়ার কিছু ক্ষণ পর ঘটল দুর্ঘটনা৷ পড়ুয়ারা যে বাসে চেপে রওনা দিয়েছিল তার সঙ্গে একটি ট্রাকের জোরে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃতু্য হয় তিন ছাত্রের৷ আরও ১১ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে৷ শুক্রবার রাতে এই ঘটনাটি ওডি়শার শালভাঙা জঙ্গল রোড এলাকায় ঘটে৷

কটক, ২৭ জানুয়ারি– কোচিং সেন্টারের তরফে ৫০ জনের বেশি পড়ুয়া নিয়ে বনভোজনের উদ্দেশে রওনা দেওয়ার কিছু ক্ষণ পর ঘটল দুর্ঘটনা৷ পড়ুয়ারা যে বাসে চেপে রওনা দিয়েছিল তার সঙ্গে একটি ট্রাকের জোরে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃতু্য হয় তিন ছাত্রের৷ আরও ১১ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে৷ শুক্রবার রাতে এই ঘটনাটি ওডি়শার শালভাঙা জঙ্গল রোড এলাকায় ঘটে৷ পুলিশ সূত্রে খবর, ওডি়শার দাসপাল্লা এলাকা থেকে ৫০ জনের বেশি পড়ুয়া নিয়ে হরিশংকর এবং নৃসিংহনাথ এলাকার দিকে রওনা দিয়েছিল বাসটি৷ শালভাঙা জঙ্গল রোডে পৌঁছতেই একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে৷ বাসের এক যাত্রী এই প্রসঙ্গে বলেন, ‘‘কয়েক জন পড়ুয়া স্লিপার বার্থে ছিল৷ হঠাৎ ডান দিক থেকে ট্রাকটি এসে জোরে ধাক্কা মারে৷ ধাক্কার জোর এতই ছিল যে বার্থ থেকে পড়ুয়ারা ছিটকে পডে় যায়৷’’ বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হওয়ার খবর ছডি়য়ে পড়লে ১০৮টি অ্যাম্বুল্যান্স গাডি় ঘটনাস্থলে পৌঁছয়৷